জীতুর বিরুদ্ধে দিতিপ্রিয়ার বি’স্ফো’রণেই জেগে উঠল পুরনো ক্ষত, অভিনেতাকে ‘মিলন তিথি’ থেকে বাদ দেওয়ার কারণও ছিল এটাই! পোস্টে উষসীর লাইক নিয়ে দর্শকের সন্দেহ— মিলন তিথিতেও সহ-অভিনেত্রীর সঙ্গে অশা’লীন আচরণই কী ছিল অভিনেতার বাদ পড়ার নেপথ্যে?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’–এর জুটিকে কেন্দ্র করে বর্তমানে উত্তাল বিনোদন মহল। সহ-অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) ও অভিনেতা জীতু কামালের (Jeetu Kamal) মধ্যে তৈরি হয়েছে এমন এক বিতর্ক, যা কেবল অনস্ক্রিন নয়, অফস্ক্রিনেও তাঁদের সম্পর্ককে প্রভাবিত করেছে। জীতু একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে ক্যাপশন ছিল প্রেমের। যদিও তাঁর দাবি— এটি প্রযোজকের নির্দেশেই করা হয়েছিল। কিন্তু ছবি ঘিরে তৈরি হওয়া প্রতিক্রিয়া, দিতিপ্রিয়ার পরিবার এবং তাঁর নিজের অস্বস্তির জেরে পুরো বিষয়টি রীতিমতো ঘোরতর হয়ে ওঠে। দিতিপ্রিয়া জানিয়েছেন, তিনি শুধু প্রোডাকশন হাউসকে ছবি সম্পর্কে তাঁর আপত্তির কথা জানান।

কারণ সেটি তাঁর মতে ছিল অপ্রাসঙ্গিক এবং ব্যক্তিগত পর্যায়ে অস্বস্তিকর। কিন্তু জীতু নিজের এক সাক্ষাৎকারে দাবি করেন— দিতিপ্রিয়া নাকি ছবির কমেন্টে আসা অশালীন মন্তব্য দেখে কষ্ট পেয়েছেন। এখানেই বাঁধে গন্ডগোল। অভিনেত্রী দাবি করেন, তিনি কোনও অশালীন মন্তব্য নিয়ে অভিযোগ করেননি, বরং তাঁর কথাকে ঘুরিয়ে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা একেবারেই তাঁর মত প্রকাশের সঙ্গে মিল খায় না। এই ভুল ব্যাখ্যা থেকেই তৈরি হয়েছে ক্ষোভ এবং দুরত্ব। সময় যত গড়িয়েছে, দিতিপ্রিয়ার অভিযোগের পাল্লাও ভারী হয়েছে।

তিনি জানান, একবার অভিনেতা নাকি তাঁকে প্রশ্ন করেন— ‘‘তুমি কি প্রেগন্যান্ট?’’ শুটিং ফ্লোরের এমন অস্বস্তিকর পরিবেশ ধীরে ধীরে তাঁর পরিবারকেও প্রভাবিত করতে শুরু করে। মানসিক চাপের এই বহরেই উঠে আসে আরও বিস্ফোরক তথ্য— গভীর রাতে এআই-তৈরি একটি বিতর্কিত ছবি পাঠান জীতু, যেখানে তাঁদের দু’জনকে ঘনিষ্ঠ ভঙ্গিমায় দেখা যাচ্ছে। পাশাপাশি দিতিপ্রিয়া জানান, জীতু তাঁকে ব্যক্তিগত বার্তায় লেখেন— “তোমার সঙ্গে কথা আছে, যেন তোমার মা না জানেন।” অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী, তিনি অনেকদিন ধরে এই অপ্রীতিকর ঘটনাগুলো সহ্য করেছেন।

কারণ বিষয়গুলো নিয়ে কথা বললে বিষয় আরও ঘোলাটে হবে বলে মনে করেছিলেন। কিন্তু এখন পরিস্থিতি সহ্যের বাইরে, তাই চুপ করে না থেকে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। দিতিপ্রিয়ার বি’স্ফোরক পোস্ট সামনে আসার পর, সমাজ মাধ্যমে হঠাৎ করেই ঘুরে ফিরে আসছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মিলন তিথি’র নাম। সেই সময়ও ধারাবাহিকের নায়ক হিসেবে ছিলেন জীতু, অর্জুন চরিত্রে তাঁর উপস্থিতি ছিল বেশ নজরকাড়া। কিন্তু হঠাৎ করেই ধারাবাহিক থেকে তাঁকে বাদ দিয়ে ইশান মজুমদারকে এনে ফেলেছিল প্রযোজনা সংস্থা। যদিও সেই সময় এই সিদ্ধান্তের পিছনের কারণ নিয়ে খুব একটা কিছু প্রকাশ্যে আসেনি।

আরও পড়ুনঃ “হাসি ছাড়া এর কোনও উত্তর নেই, ‘গাত্রদাহ’ হচ্ছে বলে এসব করছে!” “প্রথম মেসেজ ও-ই পাঠিয়েছিল, সত্যি বললে, অন্য ছবি ভেসে উঠবে!”— দিতিপ্রিয়াকে নিশানা করে বি’স্ফো’রক জবাব জীতুর! সহ-অভিনেত্রীর পোস্টকে তাচ্ছিল্য করে তোপ দাগলেন তিনি!

তবে এখন অনেকেই মনে করছেন, জীতুর সহ-অভিনেত্রীদের সঙ্গে অস্বস্তিকর ব্যবহারের কারণেই হয়তো সেই সময় তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। প্রসঙ্গ আরও জোরদার হয়েছে দিতিপ্রিয়ার পোস্টে উষসী রায়ের লাইক। উল্লেখ্য, ‘মিলন তিথি’র মুখ্য চরিত্রে ছিলেন উষসী। অনেকেই বলছেন, সম্ভবত সেই সময়ও সহ-অভিনেত্রীদের সঙ্গে সমস্যাতেই জীতুকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দর্শকেরা লিখছেন, ‘‘এই ছেলেটার সমস্যা অনেকদিনের, মিলন তিথির সময়ও একই কাণ্ড করেছিল।’’ আবার কেউ মন্তব্য করছেন, ‘‘সব জায়গাতেই জীতু একা পড়ে যায়, কারণ সব সহ-অভিনেত্রীই কি ভুল?”

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।