“অভিনয়টা ঠিক হচ্ছে না, আরো ভালো করে কাঁদতে হবে!” “টাকা নিয়ে গাড়ি বেচে এখন ন্যাকা কান্না কাঁদছে!”— গাড়ি বিক্রি নিয়ে সুকান্ত-অনন্যার কান্না! ‘কুমিরের কান্না’ বলছে নেট পাড়া

ফেসবুক খুললেই ফিডে একবার না একবার যাদের ভিডিও বা ব্লগ চোখে পড়েই, তারা হলেন অভিনেত্রী ‘অনন্যা গুহ’ (Ananya Guha)‘সুকান্ত কুণ্ডু’ (Sukanta Kundu)। চলতি বছর শুরুতেই সমাজ মাধ্যমে ঝড় তুলেছিলেন বাগদানের দিন লিপ-লকের (Lip kiss) দৃশ্য দিয়ে দুজনে। সম্প্রতি অনন্যার প্রিয় গাড়িটি বিক্রি করে দেওয়া নিয়ে একটি আবেগঘন মুহূর্ত ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। অনেক স্মৃতি জড়িয়ে থাকা সেই লাল রঙের নিসান গাড়িটিকে (Nissan Car) বিদায় জানিয়ে একটি ছবি পোস্ট করেছেন অনন্যা। গাড়িটির সামনে দাঁড়িয়ে কান্নাভেজা মুখে অনন্যার ছবি সমাজ মাধ্যমে বহু মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে।

গাড়ি বিক্রির ভিডিওতে অনন্যা নিজেই জানিয়েছিলেন এই গাড়ির সঙ্গে অনেক স্মৃতি, অনেক ভালো মুহূর্ত! অথচ সব কিছু ছেড়ে সেই গাড়িটি বিক্রি করে দিতে হয়েছে। এদিন সুকান্তও ফেসবুক পোস্টে লেখেন—”বিদায় বন্ধু! অনেক মেমোরিজ জড়িয়ে আছে গাড়িটার সাথে। এত কম সময়ে চলে যাবে ভাবিনি!” কার যত এরপরেই দুইপক্ষের বিভক্ত হয়ে পড়েছে সমাজ মাধ্যম। এক পক্ষ তাদের এই দুঃসময় সহানুভূতি জানাচ্ছেন অন্যপক্ষ নিন্দার ঝড় তুলেছে।

এই আবেগঘন বিদায়ের মুহূর্তকেই কেন্দ্র করে সমাজ মাধ্যমে একপক্ষ শুরু করেছে নানা রকমের মন্তব্যের ঝড়। অনেকে বলছেন, “নিজেরাই তো চাইলে ও যাতে তোমাদের সাথে না থাকে!” আবার কেউ বলছেন, “গাড়ি বিক্রি করে আবার ফেসবুকে বিদায় বন্ধু, এতসব নাটক দরকার নেই।” অনেকেই একে “ন্যাকামোর চূড়ান্ত পর্যায়” বলে কটাক্ষ করেছেন। একজন লিখেছেন, “গাড়ির মৃত্যু হয় তোমার পেজে না আসলে জানতাম না।”

একজন তো বলেই ফেলেছেন, “পেশায় অভিনেত্রী, অভিনয় করা তো বাধ্যতামূলক! তবে অভিনয়টা ঠিক হচ্ছে না, কান্নাটা এখনো মিথ্যেই লাগছে। আরেকটু ঠিক করে কাঁদতে হবে।” এবার একজন বলেছেন, “গাড়িটা বিক্রি করে দিয়েছো, কাউকে দান করনি, টাকা নিয়েই দিয়েছো তাহলে এইসব নাটক করার কি প্রয়োজন?” তবে সব সমালোচনার মধ্যেও কিছু মানুষ সহানুভূতি দেখিয়েছেন। কেউ কেউ লিখেছেন, “কাউকে ভালোবাসলে তাকে ছেড়ে দিতে মন চায় না।”

আরও পড়ুনঃ ইতিহাস গড়তে চলেছে বাংলা টেলিভিশন! ঢুকে পড়ল AI ! মানুষ নয় এবার রান্না করবে রোবট, আসছে যুগান্তকারী পর্ব

কেউ আবার কষ্ট বুঝে মন্তব্য করেছেন, “দুঃখ কোরো না।” পোস্টটি ঘিরে যে আবেগ আর বিতর্কের ঢেউ উঠেছে, তাতে বোঝাই যাচ্ছে, সমাজ মাধ্যমে ব্যক্তিগত মুহূর্ত শেয়ার সব দিক খতিয়ে না দেখলে এরকম সমালোচনার তীরে আহত হতেই হয়। এই সমস্ত সমালোচনায় অনন্যা এখনো কোনো প্রতিক্রিয়া না দিলেও, সুকান্ত স্পষ্ট করে জানিয়েছেন গাড়িটি তাদের এবং ফেসবুক প্রোফাইলটিও তার সুতরাং তিনি কি পোস্ট করবেন তার সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার।

You cannot copy content of this page