‘শালীনতা বলে কিছু নেই এর!’, ‘প্রেমিকটা তো ক্যাবলা’ শ্বশুর-শাশুড়ির সামনে ক্লিভেজ দেখানো পোশাক পরে গাড়ি কিনতে গিয়ে সোশ্যাল মাধ্যমে তীব্র কটাক্ষের শিকার অনন্যা!

বাংলা টেলিভিশনের মিষ্টি অভিনেত্রী ‘অনন্যা গুহ’ (Ananya Guha) এখন কী করে যেন সবসময়ই বিতর্কের কেন্দ্রে! প্রেম, বাগদান, একসঙ্গে ফটোশুট, সবটাই হচ্ছিল দিব্যি। কিন্তু হঠাৎই গাড়ি বিক্রি করার সময় অতিরিক্ত ভাব প্রকাশ করতে গিয়ে কটাক্ষের শিকার হন। আর এবার গাড়ি কিনতে যাওয়ার জন্য, নিজেকে এমন ক্যামেরা রেডি করে তুললেন অনন্যা গুহ, যে সমালোচনা যেন আর থামছেই না!

গাড়ির দাম নাকি ১৭ লক্ষ টাকা—টাটা কোম্পানির ঝকঝকে কালো বাহন! কিন্তু নেটিজেনদের চোখ পড়ল গাড়ির হেডলাইটে নয়, অভিনেত্রীর ক্লিভেজে! অনন্যা যে পোস্ট করেছেন সেই ভিডিওতে দেখা গেল অনন্যার পরনে ছিল একটা বডি-কন ডিপ নেকলাইনড টপ, যেখানে শালীনতার লেশ মাত্র দেখা যায়নি। আর সবচেয়ে বিষয় কি জানেন? ওই মুহূর্তে পাশে দাঁড়িয়ে ছিলেন অনন্যার বাবা-মা, এমনকি হবু শ্বশুর-শাশুড়িও!

এরপরেই কার্যত শুরু হয় কটাক্ষের বন্যা। অনেকেরই প্রশ্ন, “এই পোশাক কি পরিবারের সামনে পরার মতো?” এক নেটিজেন তীব্র কটাক্ষ করে লিখেছেন, “বাবা-মা শশুর-শাশুড়ি সবার সামনে এই ড্রেসটা খুব বাজে লাগছে”। কেউ আবার তুলেছেন ‘কালচারাল শিফট’-এর প্রসঙ্গ, “ওটাই ওদের কালচার, এখনকার বড়লোক মেয়েরা এসব কেয়ার করে না। কাল রাস্তায় হয়তো কিছুদিন পর জামা খুলে ট্যাটু করিয়েই ঘুরবে।”

সমাজ মাধ্যমে ঝড় বইছে আরও একটা মন্তব্য ঘিরে, “এত টাকা কোথা থেকে পায়? কি এমন অভিনয় করে?” সত্যিই তো, ধারাবাহিকে নায়িকার চরিত্র করেই ১৭ লক্ষ টাকার গাড়ি! এত ইনকাম! কেউ কেউ তো আবার অনুমান করে ফেলেছেন, হয়তো ইউটিউবার হবু স্বামী সুকান্ত কুণ্ডুর টাকায় চলছে ফূর্তি! যদিও অনন্যা জানিয়েছেন, এটা তাঁর নিজের উপার্জনের ফল, তবুও সন্দেহের চোখে দেখছেন অনেকেই!

আরও পড়ুনঃ ‘দর্শক আমায় ঘৃণা করছেন! বাস্তব জীবনে আমি বর্ষা ন‌ই’—নায়িকা থেকে ভিলেন হয়ে কটাক্ষ কুড়োচ্ছেন শিঞ্জিনী

সব মিলিয়ে অনন্যা গুহর গাড়ি প্রসঙ্গ উঠলেই যেন নতুন বিতর্ক শুরু হয়। অভিনেত্রী হিসেবে ‘মিত্তির বাড়ি’র সঞ্জনা, আর বাস্তবের মধ্যে কিন্তু এখন আর তফাৎ খুঁজে পাচ্ছেন না দর্শকরা। প্রশ্ন উঠছে— নতুন গাড়ি কিনতে গেলে কি সংবেদনশীলতা বজায় রাখা যায় না? নাকি এই যুগে সবটাই দেখানোর লড়াই? আপনাদের কী মত? গাড়ি কিনতে গেলেও কি শরীর দেখাতে হয়? নাকি এটাই নিউ জেনেরেশন স্টেটমেন্ট?