বাংলা ইন্ডাস্ট্রিতে একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন ‘রচনা বন্দ্যোপাধ্যায়’ (Rachana Banerjee)। ৯০ এর দশকে একচেটিয়া ছবিতে অভিনয় করেছেন তিনি। সেই সময় জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় প্রায় শীর্ষে থাকতেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার জুটি ছিল সবথেকে সেরা, পরবর্তীতে ওড়িয়া ইন্ডাস্ট্রিতেও বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন। অভিনয়ের জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন দুই ইন্ডাস্ট্রি থেকেই।
ব্যক্তিগত জীবনে তেমন সুখী নন অভিনেত্রী, দুবার বিয়ে এবং বিবাহ বিচ্ছেদের পরে বর্তমানে নিজের ছেলেকে নিয়ে একাই জীবন যাপন তাঁর। এখন আর বড় পর্দায় তেমন অভিনয় করেন না বরং ছোট পর্দায় দিদি নামে তিনি বিখ্যাত। জি বাংলার দিদি নাম্বার ওয়ান এর সঞ্চারিকা তিনি বহুদিন থেকেই, কিন্তু ২০২৪ সালে এই রিয়েলিটি শো তে মুখ্যমন্ত্রীকে দেখে অনেকেই অনুমান করেছিলেন অভিনেত্রী হয়তো রাজনৈতিক দলের অংশ হতে চলেছেন।
সব জল্পনায় নিজেই দাড়ি টেনে রচনা হুগলির লোকসভা নির্বাচনে শাসকদলের প্রার্থী হিসেবে লড়ে জয়ী হন। সেই সময় উদ্ভট মন্তব্যের জেরে সমাজ মাধ্যমে সমালোচনার শিকার হন তিনি। যেমন ইটভাটার ধোঁয়াকে দেখে কলকারখানা বলে উল্লেখ, কলকাতায় ভালো দই পাওয়া যায় না বলে তিনি হুগলিতে এসেছেন, ইত্যাদি মন্তব্য। সেই সময় অনেকেই বলেছিলেন অভিনয় ছেড়ে এমন করে অন্য পেশায় অর্থের লোভে যোগ দেওয়া উচিত হয়নি।
নেত্রী হতে গেলে ক্ষমতা লাগে আর সবথেকে আগে যেটা লাগে স্বাভাবিক বোধ বুদ্ধি যেটা অভিনেত্রীর ক্ষেত্রে অনেকেই অভাব লক্ষ্য করেছেন। ২০২৬ সালে আবার আসন্ন বিধানসভা নির্বাচন, কিছু সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, “আগের বছর প্রচারে বেরিয়ে যে গরম পেয়েছিলাম এবছর আর সেই গরম নেই। পরের বছর আবার প্রচারে নামতে হবে, তখন দেখবেন কি পরিমান গরম পড়ে।” অভিনেত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বেজায় চটেছেন নেটপাড়ার বাসিন্দারা।
আরও পড়ুনঃ ভালোবাসার লড়াইয়ে শুভর কাছে হার মানবে কি মোহনা? অন্যদিকে, এই ত্রিকোণ প্রেমকে কি তুরুপের তাস বানাবে জিনিয়া? কি হতে চলেছে গৃহপ্রবেশ ধারাবাহিকে?
অনেকেই বলছেন, “অভিনেত্রী পরিচয় ছেড়ে যখন রাজনীতির ময়দানে এসেছেন নেত্রী হতে তখন এইটুকু গরম সহ্য করতেই হবে।” একজন নেত্রী জনসাধারণের সুখ দুঃখের খবর রাখে, একজন লোকসভার সাংসদ জনগণের স্বার্থেই রাস্তায় নামেন তাই গরম নিয়ে এই মাতামাতি মোটেই পোষাচ্ছে না লোকজনের। কার্যত অভিনেত্রী এই নতুন মন্তব্যে আবার ঘুরে ফিরে এসেছে সেই একই প্রশ্ন— অভিনয় জগৎ আর রাজনীতিকে মিলিয়ে ফেলাটা কি আদৌ যুক্তি সম্মত? এতে কি জনসাধারণের কোনও লাভ হয়?
“আগের বছরের মতো গরম নেই, পরের বছর নির্বাচনের সময় দেখবেন কেমন গরমটা পড়ে!” ‘গরম নিয়ে মাথা খারাপ, রাস্তায় নেমে আর কবে জনস্বার্থে কাজ করবেন?’ রচনার মন্তব্যে কটাক্ষ নেট পাড়ার