প্রথাগত সুন্দরী না হলে আমাদের দেশে যোগ্যতা মেলেনা! কঙ্কনা প্রথাগত সুন্দর নয়, কিন্তু ওর ট্যালেন্ট অস্বীকার করতে পারবেন?

বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির খ্যাতনামা বর্ষীয়ান অভিনেত্রী অপর্ণা সেন (Aparna Sen)। তাঁকে আলাদা করে চেনাতে লাগে না। তিনি তো মিস ক্যালকাটা ১৯৭৬। সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক যে ছিল রাজা’র পর আবারও একসঙ্গে তিনি জুটি বেঁধেছেন অঞ্জন দত্তের (Anjan Dutta) সঙ্গে।
ফের একসঙ্গে জুটিতে অঞ্জন-অপর্ণা।

পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘এই রাত তোমার আমার’ ছবিতে তাঁরা প্রবীণ দম্পতির ভূমিকায় অভিনয় করবেন। ছবিতে তাঁদের একটি দিনের দাম্পত্যের গল্প শোনাবেন পরিচালক। তাঁদের দুজনকে ছাড়া আর কোনও চরিত্রকে দেখা যাবে না ছবিতে। কেবলমাত্র প্রযোজক-পরিচালক-অভিনেতা এই ছবিতে অভিনয় করেছেন অতিথি চরিত্রে।

প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পেয়েছে বেশ অনেকদিন হল। ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে ‘এই রাত তোমার আমার’-এর ডিজিটাল প্রিমিয়ারও হয়ে গিয়েছে। জানা যায়, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ‘দীপ জ্বেলে যাই’ ছবির কালজয়ী গান ‘এই রাত তোমার আমার’। পরমব্রত চট্টোপাধ্যায় সেই গানের রেশ ধরেই বড় পর্দায় তৈরি করছেন ছবিটি।

বর্ষীয়ান অভিনেত্রী অপর্ণা সেন খ্যাতনামা চলচ্চিত্র পরিচালকের কন্যা থেকে অভিনেত্রী হিসেবে দারুন অবিশ্বাস্য জনপ্রিয়তা অর্জন করেছেন। অভিনয় থেকে সিনেমা পরিচালনা করে তিনি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তাক লাগানো স্বীকৃতি অর্জন করেছেন। তাঁর মধ্যে লুকিয়ে এক মায়ের লড়াই, এক নারীর সত্তা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি প্রথাগত সৌন্দর্য নিয়ে মন্তব্য করেছেন।

আরও পড়ুনঃ “যদি চোখের আড়াল হও, কাছে কিংবা দূরে রও…” সৃজলা অতীত অঙ্গনার জন্য গান গাইলেন রোহন! জমে ক্ষীর জুটির প্রেম!

অভিনেত্রী অপর্ণা সেন নিজের এক সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেছেন, প্রথাগত সুন্দর না হয়েও পর্দায় অভিনেতা-অভিনেত্রী হওয়া যায়। উদাহরণ হিসেবে তিনি কঙ্কনা সেন শর্মা, নাসিরউদ্দিন শাহ এর মত জনপ্রিয় অভিনেতাদের কথা উল্লেখ করেন তিনি। অপর্ণা সেনের কথায় ফুটে ওঠে অঞ্জন দত্তের প্রশংসা। তাঁর কথায়, একজন অভিনেতার মুখ এমন হওয়া উচিত যেখানে নানান অভিব্যক্তি ফুটে উঠবে।

You cannot copy content of this page