৯০ দশকে টলিউড কাঁপিয়েছেন ছিলেন অভিনেত্রী চুমকি চৌধুরী। বেশিরভাগই তাঁর বাবা এবং পরিচালক অঞ্জন চৌধুরীর পরিচালনায় কাজ করেছেন তিনি। তারপর হঠাৎ করে হারিয়ে গেলেন চুমকি। এত বছর পর আবার কামব্যাক তাঁর। ৯০ দশকের বাঙালির কাছে চুমকি চৌধুরী মানেই নস্টালজিয়া। তাই তাঁকে ঘিরে আবার প্রত্যাশা দানা বাঁধছে বাঙালির মনে।
এবার বোন রিনা চৌধুরীর পরিচালনায় বড় পর্দায় দেখা যাবে চুমকিকে। জানা গেছে এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করবেন রিনার দিদি চুমকি চৌধুরী।হীরক জয়ন্তী, মেজবউ, গীত সংগীত, লোফার এর মতো একাধিক হারিয়ে যাওয়া বাঙালির ইমোশন ফিরিয়ে আনবেন রিনা, এমনটাই শোনা যাচ্ছে টলিপাড়ায়। চুমকির বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাঁর ভগ্নিপতি ও বোন রিনা চৌধুরীর স্বামী রাহুল মুখোপাধ্যায়কে।
এদিকে ছবির শুটিং নাকি ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। তবে মাঝখানে লকডাউন হওয়ার কারণে আউটডোর শুটিং কিছুটা বন্ধ হয়ে থেকে গেছে। এই বিষয়ে আবার চুমকি জানিয়েছেন তিনি বরাবরই পরিচালকের বাধ্য অভিনেত্রী থেকেছেন। এবারও তার অন্যথা হবে না। ধারণা করা যাচ্ছে এবার আবার একটি সুন্দর পারিবারিক ছবি উপহার পেতে চলেছে বাঙালি।