সম্প্রতি বাংলা ইন্ডাস্ট্রির একটি জনপ্রিয় নাম হল দেবলীনা কুমার। যাকে আগে সবাই গৌরব চ্যাটার্জির স্ত্রী বলেই চিনত এখন তিনি বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী।বেশ কিছু ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও সম্প্রতি তাকে দেখতে পাওয়া যাচ্ছে স্টার জলসার ধারাবাহিক ‘সাহেবের চিঠি’তে। এটিতে তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন। এই ধারাবাহিকটির হাত ধরেই তার নেতিবাচক চরিত্রের অভিনয়ের সূচনা। ধারাবাহিকটিতে সে রাইমার চরিত্রে অভিনয় করছে।
সারা বছর কঠিন ডায়েট এবং শরীরচর্চার মধ্যে থাকতে হলেও পুজোর কটা দিন সাধারণ মানুষের মতোই বাঁধভাঙ্গা খাওয়া-দাওয়া আর মজা চলে অভিনেতা-অভিনেত্রেদেরও। ঠিক সেইভাবেই অভিনেত্রী দেবলীনা কুমারও পুজোর কটা দিন সব ব্যস্ততার ঝেড়ে ফেলে বন্ধুবান্ধব এবং পরিবারের সাথেই কাটাতে চায়। তাই নিয়েই এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের কাছে দেবলীনা এদিন সাক্ষাৎকারে বলেন, ‘আমার পুজো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সুযোগ পেলেই বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি। এখন কথা বলতে বলতেও চিকেন তন্দুরি খাচ্ছি। আর বিরিয়ানি তো আছেই!’
এছাড়া পূজোর খাওয়া-দাওয়া নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন,’পুজোতে বাড়িতে খাওয়ার কথা ভাবতেই পারি না! ত্রিধারার পুজোটা আমাদের বাড়ির পুজো হয়ে গিয়েছে। আমরা সবাই পাড়াতেই খাওয়াদাওয়া করি।’তার কথায়, ‘ত্রিধারার মণ্ডপটাই আমার কাছে সব কিছু। ছোটবেলায় ওখানে বেলুন নিয়ে খেলতাম। এখন আড্ডা দিই। পার্থক্য এইটুকুই!’
পুজোতে খাওয়া-দাওয়া মজার সাথে থাকে নতুন জামা কাপড় আর তা নিয়ে বাঙালি গোটা এক মাস ধরে কেনাকাটা করে। এই নিয়ে প্রশ্ন করলে অভিনেত্রীর উত্তর, ‘আমার কেনাকাটা প্রায় শেষ। তবে বাবা আর গৌরব এখনও কিছু কিনে দেয়নি। ওদের সঙ্গে ষষ্ঠীর দিন কেনাকাটা করতে যাব। এটা একটা নিয়মের মতো। আমাকে দোকানে নিয়ে গিয়ে কিছু একটা কিনে দিতেই হবে।’