জবর খবর! টেলিভিশন পর্দায় কামব্যাক করছেন দিতিপ্রিয়া রায়! কোন ধারাবাহিকে দেখা যাবে ‘রাণী মা’ কে?

ছোটপর্দার হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। প্রথমে তাঁর শিশুশিল্পী হিসেবে পরিচয় আর এখন তিনি বড়পর্দায়, ওয়েব সিরিজে চুটিয়ে অভিনয় করে দর্শকমন দখল করে নিচ্ছেন। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘রাণী রাসমণি’ তে অভিনয় করে ব্যপক খ্যাতি অর্জন করেন দিতিপ্রিয়া। এই ধারাবাহিকই তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।

জি বাংলার পর্দায় দীর্ঘ দেড় হাজার পর্ব চলেছিল ‘রানী রাসমণি’ ধারাবাহিকের। প্রাথমিকভাবে ‘রাণী রাসমণি’-র ছোটবেলার চরিত্রেই অভিনয় করার কথা ছিল দিতিপ্রিয়ার। কিন্তু, পরে ‘রাণী রাসমণি’-ধারাবাহিকের বিভিন্ন বয়সের ছবিতে তুলে ধরা হয় স্বয়ং দিতিপ্রিয়াকেই। একটুও বদল হয়নি তার। আর এরপর দিতিপ্রিয়াকে দেখা গিয়েছে বেশ কিছু জনপ্রিয় ওয়েবসিরিজ যেমন- রাজনীতি, আবার রাজনীতি, ডাকঘর-এর মতো সিরিজে।

ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়?

বড়পর্দাতে অভিনয় করেছেন দিতিপ্রিয়া। ‘আয় খুকু আয়’ সিনেমাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে নজর কেড়েছেন অভিনেত্রী। কখনও রাশি-র চরিত্রে, কখনও মঞ্জুরী হয়ে মন জয় করে নিয়েছেন দর্শকদের। তবে দিতিপ্রিয়ার অভিনয় করা ‘রানি রাসমণি’ চরিত্রটি যেন মনের মধ্যে গেঁথে গিয়েছে দর্শকদের। এরই মধ্যে শোনা যাচ্ছে, অনেকদিন পর আবারও ছোটপর্দায় ফিরছেন নায়িকা। নতুন কোনও ধারাবাহিক নয়। স্টার জলসার এক জনপ্রিয় ধারাবাহিকে এন্ট্রি হবার কথা ছিল তাঁর।

টেলিপাড়া সূত্রে খবর মিলেছিল, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যাবে দিতিপ্রিয়া কে। এই মেগা সিরিয়ালের সূর্য-দীপার দুই মেয়ের মধ্যে রুপার বড়বেলার চরিত্রে অভিনয় করার কথা ছিল ‘রানী মা’ দিতিপ্রিয়ার। দিতিপ্রিয়াকে রূপা-র চরিত্রে দেখার জন্য ছিলেন উৎসাহী দর্শকরাও।

আরও পড়ুন: কলকাতার বুকে ট্যাক্সি চালানো প্রখ্যাত অভিনেতা রাজেশ শর্মার জীবনের গল্প জানেন? কঠোর পরিশ্রমেই সাফল্য পেয়েছেন এই তারকা

যদিও শেষ মুহূর্তে বিশেষ কারণে ধারাবাহিক থেকে সরে এসেছেন অভিনেত্রী। দিতিপ্রিয়ার বদলে এখন অনুরাগের ছোঁয়ায় রুপার চরিত্রে এন্ট্রি নিয়েছেন জনপ্রিয় অভিনেতা অভিষেক চ্যাটার্জির মেয়ে সাইনা চ্যাটার্জী। তবে দিতিপ্রিয়া আবার কবে টেলিভিশন পর্দায় ফিরবেন, তার অপেক্ষা করছেন টেলি দর্শকেরা।

You cannot copy content of this page