অভিনয় জগতে দেখতে দেখতে বেশ অনেকগুলো বসন্ত পার করেছেন কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee) ছোটবেলা থেকেই অভিনেত্রী থিয়েটার করতেন। এরপর একের পর এক ছবিতে তিনি অভিনয় করে দর্শকের মন ছুঁয়েছেন। আজও বাংলার দর্শক মাধবী মুখার্জীকে ‘চারুলতা’ নামেই চেনেন।
জীবনে কোন আক্ষেপ রয়েছে মাধবী মুখার্জির?
অভিনেত্রী মাধবী মুখার্জি ১৯৫৩ সালে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন প্রেমেন্দ্র মিত্র পরিচালিত ‘দুই বিয়ে’ছবিতে। তখন অবশ্য তিনি মাধুরী। আর এরপর মুক্তি পায় মৃণাল সেনের ছবি ‘বাইশে শ্রাবণ’। তখন থেকে নাম পালটে নায়িকার নাম মাধুরী থেকে হয় মাধবী। তিনি এই নামেই সমৃদ্ধ করেছেন বাংলা চলচ্চিত্রকে।
বাংলা চলচ্চিত্রে অনিল চট্টোপাধ্যায়ের বিপরীতে মাধবীকে ঘিরেই আবর্তিত হয়েছিল ‘মহানগর’ ছবির গল্প। আর ‘মহানগর’-এর পরের বছর মুক্তি পায় ‘চারুলতা’। এই ছবি আজও বাঙালির মনের মণিকোঠায় চিরস্থায়ী।
আর সম্প্রতি বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা এবং বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখার্জি এক নামকরা চ্যানেলের পক্ষ থেকে নেওয়া সাক্ষাতকারে তুলে ধরেছেন নিজের অভিনয় জগতের কিছু পুরনো স্মৃতি। সেই স্মৃতির মাঝে তিনি নিজের আক্ষেপের কথাও বললেন নাকি?
আরও পড়ুন: রাঙামতির নায়ক বদল! একলব্য নয়, রাঙার জীবনে নতুন নায়ক হয়ে আসছেন এই জনপ্রিয় অভিনেতা
অভিনেত্রী মাধবী মুখার্জি কিংবদন্তি অভিনেত্রী হিসাবে একাধিক জাতীয় পুরস্কার পেলেও এখনো পর্যন্ত পদ্মভূষণ পুরস্কারে সন্মানিত হননি। তাই এই প্রসঙ্গে অভিনেত্রীর কথায়, “পুরস্কার দিয়ে কিছু যাবে আসবে না। সেটা তো ঘরের এক কোণে পড়ে থাকবে।” তিনি আরো বলেন, তিনি শুধুমাত্র তাঁর কাজ করে গেছেন, পুরস্কার প্রাপ্তি নিয়ে তিনি কোনদিনই আকাঙ্ক্ষা ছিল না।