বাংলা ধারাবাহিকের ভক্তদের মধ্যে যার প্রসঙ্গ উঠলেই পরিচিতি হিসেবে নাম আসে— ‘কে আপন কে পর’ (Ke Apon Ke Por) এর ‘জবা’ অথবা ‘নিম ফুলের মধু’র (Neem Phooler Madhu) ‘পর্ণা’। হ্যাঁ! ঠিকই ধরেছেন, কথা হচ্ছে অভিনেত্রী ‘পল্লবী শর্মা’র (Pallavi Sharma)। নিজের অসামান্য অভিনয়ের দিয়ে তিনি দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন, তা নতুন করে বলার কিছু নেই। কিন্তু এবার তিনি চমকে দিলেন এক অন্যরকম প্রতিভা দেখিয়ে—গানের গলা! হ্যাঁ, ছোটপর্দার এই জনপ্রিয় মুখ শুধুই অভিনয়ে দক্ষ নন, সুরের জগতেও যে তিনি সাবলীল,প্রমাণ করলেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পল্লবী শর্মাকে অনুরোধ করা হয় একটি গান গাওয়ার। তিনি বিনা দ্বিধায় গেয়ে ওঠেন—‘সখী ভাবনা কাহারে বলে’। খালি গলায় গাওয়া এই গান শুনেই মুগ্ধ হয়ে যান দর্শকরা। তাঁর কণ্ঠের মাধুর্য আর আবেগ দর্শকের মন ছুঁয়ে যায়। যাঁরা তাঁকে শুধুই অভিনেত্রী হিসেবে চিনতেন, তাঁদের অনেকেই এই গানের প্রতিভা দেখে অবাক হয়েছেন। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
পল্লবীর এই প্রতিভার কথা অবশ্য এতদিন অনেকেরই অজানাই ছিল। বরাবরই শান্ত, সংযত এই অভিনেত্রী পর্দায় যেমন স্বতঃস্ফূর্ত, বাস্তবেও তেমনই এক আন্তরিক মানুষ। তাঁর গলার মিষ্টতা যেন তাঁর পর্দার দাপুটে অভিনেত্রীর সত্তা থেকে একদম ভিন্ন, শান্তির ছোঁয়া আছে তাতে। গানে যেমন আবেগ, তেমনই স্পষ্ট উচ্চারণ ও তাল-সুরের ভারসাম্য, পল্লবীর গাওয়া গানটিকে আরো বিশেষ করে তুলেছে।
View this post on Instagram
ভিডিওটি দেখে অনেকেই মন্তব্য করেছেন যে, “পল্লবীর গলায় এক রকম স্নিগ্ধতা আছে, যা শ্রোতার মনে শান্তি এনে দেয়।” কারও মতে, তিনি যদি গানেও নিয়মিত চর্চা করেন, তাহলে খুব সহজেই সঙ্গীত শিল্পী হিসেবেও জনপ্রিয়তা পেতে পারেন। আরেকজন বলেছেন, “অভিনয়ের পাশাপাশি এমন সুরেলা কণ্ঠ তাঁর বহুমুখী প্রতিভারই প্রমাণ।” সব মিলিয়ে বলা যায়, পর্দার জবা বা পর্ণা এবার আরও একবার সকলকে মুগ্ধ করলেন নিজের গুণে।
আরও পড়ুনঃ আরজি কর কান্ড নিয়ে উত্তাল টলিপাড়া! অর্থের বিনিময়ে প্রতিবাদ মিছিলে মুখ দেখিয়েছেন অভিনেত্রীরা! আমাদের বিরুদ্ধে কথা বলতে অরিন্দম দা কত টাকা নিলেন? প্রশ্ন তুলছে অভিনেত্রীরা
ছোটপর্দার অভিনয়ের গণ্ডি ছাড়িয়ে পল্লবীর এই সঙ্গীত প্রতিভা দর্শকদের আরও কাছাকাছি টেনে এনেছে তাঁকে। অনেকেই আশাবাদী, ভবিষ্যতে তাঁকে হয়তো গান নিয়েও আরও কিছু করতে দেখা যাবে। এক কথায়, পল্লবী শর্মা এখন শুধুই ‘অভিনেত্রী’ নন, বরং একাধারে অভিনেত্রী এবং ভিষ্যতের সঙ্গীতশিল্পী। অনেকেই অভিনেত্রীকে পরামর্শ দিয়েছেন যে এখন তো অনেক অভিনেত্রীরাই একাধারে নিজেদের গান বানাচ্ছেন, তিনিও এটা করতে পারেন।