আরজি কর কান্ড নিয়ে উত্তাল টলিপাড়া! অর্থের বিনিময়ে প্রতিবাদ মিছিলে মুখ দেখিয়েছেন অভিনেত্রীরা! আমাদের বিরুদ্ধে কথা বলতে অরিন্দম দা কত টাকা নিলেন? প্রশ্ন তুলছে অভিনেত্রীরা

আজকাল প্রতিবাদ মিছিল হাটতে গেলে নাকি টাকা নেন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা মূলত অভিনয় জগতের অভিনেতা-অভিনেত্রীরা। বিগত কিছুদিন ধরে এমনটাই শোনা যাচ্ছে টলি (Tollywood)পাড়ায়। গত বছরের আগস্ট মাসে আরজিকর কাণ্ডের প্রতিবাদে সবর হয়েছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে টলিউড জগতের শিল্পীরা। আর, এই বিষয় নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে বাংলা ইন্ড্রাস্টি জুড়ে।

তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদের মিছিল নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেছেন পরিচালক তথা অভিনেতা অরিন্দম শীল। অভিনেতা অভিযোগ করেছেন, বাংলার নাম যা যা অভিনেত্রীরা প্রতিবাদের মুখ দেখিয়েছেন কেবল অর্থ আর নতুন মোবাইলের বিনিময়ে!। পরিচালক আরো বলেন, এই তথ্য নাকি টলিউডের ‘ওপেন সিক্রেট’। এইসব কুকর্মের তালিকায় নাকি আবার অভিনেত্রীদের নামই বেশি রয়েছে, দাবি অরিন্দমের।

তবে এই ঘটনার সত্যতা আছে কিনা তা যাচাই করার জন্য প্রাথমিকভাবে শহরে সংবাদ মাধ্যম পরিচালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। পরবর্তীতে, এই সংবাদমাধ্যমের কাছেই নিজেদের মন্তব্য প্রকাশ করেছেন চৈতি ঘোষাল, বিদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত, তানিকা বসু। এই কয়েকজন অভিনেত্রী ছাড়াও আরো অনেক অভিনেত্রীদেরই মিছিলে দেখা গেছিল।

অন্যদিকে আবার, এই চার অভিনেত্রীরাই প্রশ্নবাণ ছুঁড়লেন পরিচালকের দিকে। ‘কারা অর্থের বিনিময়ে এই কাজ করেছেন? পরিচালক কি আদৌ তাদের নাম আনতে পারবেন প্রকাশ্যে?’ এই ধরনেরই প্রশ্ন করেছেন অভিনেত্রীরা। এছাড়াও, অভিনেত্রীরা জানতে যেন অরিন্দম এমন কথা বলার বিনিময় কি তিনি বিশেষ কোনো সুযোগ সুবিধা বা অর্থ পাচ্ছেন কি?

এই বিষয়টি কেন্দ্র করে অভিনেত্রী চৈতি বলেছেন, “যত দিন প্রতিবাদ চলেছে আমরা শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে দৌড়ে বেড়িয়েছি। কেবল ন্যায়বিচারের জন্য। আমাদের সেই অনুভূতি নিয়ে কে মুখ খুলেছেন? পরিচালক অরিন্দম শীল! যাঁর মাথায় নাকি একাধিক যৌন হেনস্থার অভিযোগ”।

অন্যদিকে আবার বিদিপ্তা চক্রবর্তী বলেছেন, “শুনে হাসব না কাঁদব বুঝতে পারছি না! তবে, অরিন্দমদার এই কথা গায়েও মাখছি না। বরাবর যেটা সঠিক মনে হয়েছে সেটাই করেছি। এ বারেও সেটাই করছি। আন্দোলন সাময়িক স্থগিত। তার মানে এটা নয়, সব ভুলে গিয়েছি। আমরা আরজি কর-আন্দোলনে যুক্ত চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি”। পরবর্তীতে অভিনেত্রী বিদ্রুপের সুরে আবারও বলেন, “এ ভাবে টাকা নিলে তো অরিন্দম যে অভিজাত আবাসনে থাকেন তার পাশের ফ্ল্যাটটি আমার হত”।

অন্যদিকে আবার কথায় কথায় জানা যায় দেবলীনা দত্তের পারিবারিক সূত্রে অরিন্দম নাকি দাদা হন। তাই, পরিচালকের এই মন্তব্য বিশেষভাবে প্রভাব ফেলেছে অভিনেত্রীর ওপর। দেবলীনা বলেন, “দাদার কারণে এই নিয়ে দু’বার আমার চোখের জল পড়ল। অরিন্দমদার বোন বলে ইন্ডাস্ট্রিতে একটা সময় যথেষ্ট কদর পেতাম। আমার পায়ের তলার মাটি শক্ত করতে ওঁর অবদানও রয়েছে”।

এছাড়াও অভিনেত্রী প্রাথমিক অভিনয় জীবনের স্মৃতিচারণা করে বললেন, ধারাবাহিকে কাজ করার সময় পরিচালকের অনৈতিক আচরণের জন্য তিনি বেশ কষ্ট পেয়েছিলেন। দেবলীনা বললেন, “আবারও চোখ ভিজল অরিন্দমদার কথা শুনে। না, উনি কটাক্ষ করেছেন বলে নয়। এ সব আর পাত্তা দিই না। খারাপ লাগল এই ভেবে, কথাটা কে বলছেন! তিনি নিজেই এত অপ্রাসঙ্গিক যে তিনিই আবার অভিনেত্রীদের বিরুদ্ধে মুখ খোলেন!”

আরও পড়ুনঃ বদলে যাচ্ছে কথার মুখ? বি’স্ফো’রণ দেখিয়ে ধারাবাহিক থেকে বিদায় সুস্মিতার? নতুন মুখ হয়ে আসছেন ইচ্ছে পুতুল খ্যাত শ্বেতা মিশ্র

অবশেষে অভিনেত্রী তানিকা এই বিষয়ে স্পষ্ট বক্তব্য জানিয়েছেন। তানিকার কথায়, “অরিন্দম শীলের মতো পরিচালকের বক্তব্য নিয়ে মন্তব্য করতেই রাজি নই। করলে ওঁকে অযথা পাত্তা দেওয়া হবে।”