টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায় এর দিদি নাম্বার ওয়ান এর দৌলতে বর্তমানে তিনি অন্যতম জনপ্রিয় মুখ।রবিবার সকাল থেকেই আকাশের মেঘলা পরিবেশ যেন জানান দিল আজ হয়তো এক অন্ধকারের ছায়া।
এই ঘনিয়ে আসা অন্ধকারের মধ্যেই নিজের বাবাকে হারালেন অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়।প্রয়াত হলেন রবীন্দ্রনাথ বন্দোপাধ্যায়। ৮৪ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।সংবাদমাধ্যম সূত্র খবর দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। গতকাল সেই অবস্থার অবনতি ঘটে।বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।
অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার বাবা ছিলেন না একেবারে বন্ধুর মতোই। জীবন দর্শনের প্রতিটা পদক্ষেপ তার বাবার থেকেই শিখেছিলেন তিনি। কিভাবে নিজের জীবনকে সুন্দর করে আনন্দে ভরিয়ে তোলা যায় তা নিজের বাবার থেকে শিক্ষা নিয়ে ছিলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।
দক্ষিণ কলকাতার গোলপার্ক অঞ্চলের ‘মেঘমল্লার’ নামে এক বহুতল আবাসনের বাসিন্দা তিনি। গতকাল তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। স্বাভাবিক ভাবেই পরিবারে শোকের ছায়া।