গু’রুতর অসু’স্থ রচনা বন্দোপাধ্যায়, বাতিল সব অনুষ্ঠান! তবে কি বন্ধ দিদি নাম্বার ওয়ান?

তৃণমূল সাংসদ ও অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায় হঠাৎ অ’সুস্থ হয়ে পড়ায় আগামী দুদিনের সব অনুষ্ঠান বাতিল করেছেন। জানা গিয়েছে, তাঁর শারীরিক অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। তবে রচনার ঘনিষ্ঠ সূত্র থেকে জানানো হয়েছে যে, তাঁর অসুস্থতা গুরুতর কিছু নয় এবং দ্রুত আরোগ্য লাভের আশ্বাস দেওয়া হয়েছে।

অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী রচনা ব্যানার্জি!

রচনার ঘনিষ্ঠ মহল থেকে জানানো হয়েছে, সামান্য পেটের সমস্যা ও রক্তচাপ কমে যাওয়ায় এই অসুস্থতা দেখা দেয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপাতত তাঁকে বিশ্রাম নেওয়ার কথা বলা হয়েছে। উৎসবের আগে ব্যস্ততার চাপে এই ধরনের শারীরিক অবসাদ দেখা দিতে পারে বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। উল্লেখ্য, কালীপুজোর আগে তারকাদের উপর অনুষ্ঠান ও পুজো উদ্বোধনের চাপ থাকে, যা অনেক সময়ে শারীরিক অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়।

entertainment

 

সব অনুষ্ঠান বাতিল করার পর রচনা নিজেই তাঁর শারীরিক অবস্থার কথা আগেভাগে জানিয়ে দেন, যাতে কেউ কোনও সমস্যায় না পড়েন। এর মাধ্যমে তিনি তাঁর দায়িত্বশীলতার পরিচয় দেন, যা ভক্তদের প্রশংসা কুড়িয়েছে। শারীরিক অসুস্থতার কারণে সাময়িক বিরতি নেওয়ার পর রচনার সুস্থ হয়ে দ্রুত কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন তাঁর ঘনিষ্ঠরা।

এ বছর রাজনীতির ময়দানে নতুনভাবে আত্মপ্রকাশ করেছেন রচনা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলে যোগ দিয়ে তিনি সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। বিভিন্ন সভা ও প্রচারে অংশগ্রহণ করায় তাঁর ওপর বাড়তি চাপ পড়েছিল। এরই মাঝে জনপ্রিয় শো ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে সঞ্চালনার দায়িত্বও পালন করছেন তিনি। এই কর্মব্যস্ততার মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ভক্তরা তাঁর সুস্থতা কামনা করছেন।

আরও পড়ুনঃ আঁখির জীবনে নতুন শুরু, দেবার হাত ধরে জুডো চ্যাম্পিয়নশিপের ট্রফি পেল সে

রচনা বন্দোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর ভক্ত ও শুভানুধ্যায়ীরা। চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী তিনি আপাতত বিশ্রাম নিচ্ছেন এবং শীঘ্রই পুনরায় কাজে ফিরবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে তাঁর পরিবারের তরফে।

You cannot copy content of this page