নায়িকা বদল! তেঁতুল পাতায় এবার বদলাচ্ছে নায়িকার মুখ? ঋতব্রতার পরিবর্তে এবার রোশনি?

বাংলা টেলিভিশনের (Bengali Television ) পর্দায় এই মুহূর্তে বাংলা ধারাবাহিকগুলির রমরমা চলছে। একের পর এক ধারাবাহিক মন জিতে চলেছে বাঙালির। জি বাংলা হোক বা স্টার জলসা, সব জায়গাতেই এখন নতুন, পুরনো ধারাবাহিকের রমরমা। হবে না এই বা কেন বাঙালি দর্শক যে এখন মজে বাংলা ধারাবাহিকে!

নতুন বাংলা ধারাবাহিকে এখন এক নতুন ট্রেন্ড এসেছে, চরিত্র পরিবর্তনের। অর্থাৎ চলমান ধারাবাহিক থেকে হঠাৎ হঠাৎ করেই নায়ক নায়িকা বা পার্শ্ব চরিত্রের অভিনেযে অভিনেত্রীদের মুখ বদলে যাচ্ছে। কখন‌ও অসুস্থতা কখনও বা অন্য কোন‌ও কারণে চরিত্র বদল হচ্ছে। যদিও এই সমস্ত পরিবর্তন মেনে নেওয়া একেবারেই সহজ হচ্ছে না বাঙালি দর্শকদের কাছে।

এই যেমন Love বিয়ে আজকাল, রোশনাই, চিনি একের পর এক ধারাবাহিককে নায়িকার মুখ বদল হয়েছে। শুধু কি তাই পার্শ্ব চরিত্রে অভিনেতা অভিনেত্রীদের মুখ বদল হয়েছে বারবার। আগেকার দিনেও অবশ্য মুখ বদল হত কিন্তু এতটা ঘন ঘন নয় এবং বিশেষ কোন‌ও কারণবশত। কিন্তু ইদানিংকালে এই ঘটনা উত্তরোত্তর বেড়েই চলেছে।

আর এবার আশঙ্কার ঘনঘটা ধারাবাহিক তেঁতুলপাতার মাথায়। বলা হচ্ছে এই ধারাবাহিকের নায়িকা ঋতব্রতার নাকি চরিত্র পরিবর্তন হচ্ছে। তা কি হতে চলেছে নতুন নায়িকা? আজ্ঞে না এই ধারাবাহিকে নায়িকার চরিত্র পরিবর্তন হচ্ছে না বরং সংযোজন হচ্ছে নতুন এক চরিত্রের ।

আরও পড়ুন: “আমার স্কার্টের তলায় হাত…” কাজের নামে নোংরা ব্যবহার করে হৃত্বিকের কাকা! বিস্ফোরক অভিযোগ লগ্নজিতার

তেঁতুল পাতা ধারাবাহিকের নায়ক ঋষি এবং ঝিল্লির মাঝে এবার তৃতীয় ব্যক্তি হিসেবে হাজির হতে চলেছেন রোশনি ভট্টাচার্য।‌ ঋষি অর্থাৎ অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের প্রাক্তন প্রেমিকা হয়ে ধরা দেবেন রোশনি। বিভিন্ন বাধা বিপত্তি কাটিয়ে সবেই কাছাকাছি আসা শুরু হয়েছিল ঋষি এবং ঝিল্লির। কিন্তু সেই সুখ যেন সহ্য হলো না। আবার নতুন বিপদ ঋষি-ঝিল্লির জীবনে।

You cannot copy content of this page