সদ্যোজাত ছেলের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী সোনালী, আহ্লাদে আটখানা নেটজনতা

গত মে মাসেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী সোনালী চৌধুরী। ছেলের নাম দিয়েছেন স্বামীর প্রিয় ফুটবলার জার্মানির অলিভার কান-এর নামে। ছেলেকে নিয়ে বেশ ভালই দিন কাটছে অভিনেত্রীর। আপাতত বন্ধ রেখেছেন কাজ।

সম্প্রতি ছেলের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। তাতে ভালোবাসা উপচে পড়েছে নেটিজেনদের। ফেসবুকে ছেলে ও নিজের হাতের ছবি শেয়ার করে ক্যাপশন দেন ‘চিরন্তন’। সহকর্মীদের থেকে শুরু করে নেটিজেনদের শুভেচ্ছাবার্তা নেমে আসে সেই পোস্টে।

শেষবার অভিনেত্রীকে দেখা যায় “সাত ভাই চম্পা” ধারাবাহিকে। এছাড়া ‘ইচ্ছেনদী’, ‘কুন্দফুলের মালা’, ‘নীড় ভাঙা ঝড়’, ‘অগ্নিপরীক্ষা, ‘কনে বউ’ সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন তিনি। তবে এখন থেকে বিরতি নিয়েছেন।

২০১৪ সালে ফুটবলার রজত ঘোষদস্তিদারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী। এখন স্বামী ছেলে নিয়ে চুটিয়ে সংসার করছেন তিনি। জানিয়েছেন ছেলে বড় হলেই কাজে ফিরে আসবেন।

You cannot copy content of this page