নতুন বছরে বিয়ের ঘণ্টা বাজার কথা ছিল, হঠাৎই ভাঙল সম্পর্ক? আদিত্য-অনুষার বিচ্ছেদে টলিউডে চাঞ্চল্য! ভেঙে গেল কী নায়ক-নায়িকার সম্পর্ক?

নতুন বছর মানেই নতুন সূচনা— অন্তত এমনটাই ভেবেছিলেন টলিউডের জনপ্রিয় জুটি আদিত্য সেনগুপ্ত এবং অনুষা বিশ্বনাথন। জানুয়ারি মাসেই চার হাত এক হওয়ার কথা ছিল তাঁদের। পরিবারের সম্মতিতে বিয়ের সব আয়োজনও প্রায় পাকা হয়ে গিয়েছিল। এমনকি অনুষ্ঠানস্থল বুকিং থেকে শুরু করে অতিথি তালিকাও তৈরি হচ্ছিল জোর কদমে। কিন্তু বছরের শেষ লগ্নে হঠাৎই খবর এল— সব শেষ! ভেঙে গিয়েছে তাঁদের বহু প্রতীক্ষিত সম্পর্ক।

টলিউডের আড্ডায় এখন একটাই প্রশ্ন— কেন এমন হল? শোনা যাচ্ছে, আচমকাই পিছিয়ে গিয়েছেন অনুষা নিজেই। তিনি নাকি শেষ মুহূর্তে মত বদলে বিয়েতে রাজি হননি। তবে বিষয়টি নিয়ে কেউই মুখ খুলছেন না প্রকাশ্যে। অনুষার সামাজিক মাধ্যমের প্রোফাইলে এখনও আদিত্যের সঙ্গে একাধিক ছবি দেখা যাচ্ছে, অথচ আদিত্যের পেজ থেকে উধাও প্রাক্তনের উপস্থিতি। এখানেই যেন রহস্য আরও ঘনীভূত হচ্ছে।

আনন্দবাজার অনলাইন যখন সত্যতা যাচাই করতে যোগাযোগ করে, তখনও নীরব থাকেন দু’জনেই। অথচ কিছু মাস আগেই এই সংবাদমাধ্যমেই প্রকাশ পেয়েছিল তাঁদের প্রেমের খবর। খোলাখুলি জানিয়েছিলেন, খুব শিগগিরই বিয়ে করবেন তাঁরা। সেই স্বপ্নই কি তবে ফিকে হয়ে গেল কয়েক মাসের মধ্যেই?

বিনোদন দুনিয়ার একাধিক সূত্র জানাচ্ছে, সম্পর্ক ভাঙার বিষয়টি সত্যি। নামপ্রকাশে অনিচ্ছুক এক ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন, মাস কয়েক আগেই দূরত্ব তৈরি হয়েছিল তাঁদের মধ্যে। দুই পরিবার বিষয়টি প্রকাশ্যে আনতে চাননি, তাই সবই চলছিল নীরবে। কিন্তু এখন আর গোপন রইল না কিছুই।

আরও পড়ুনঃ চিরসখা’য় এবার নায়ক পরিবর্তন? স্বতন্ত্র বোসের জায়গা নেবে ডক্টর কৃশানু? নায়ক চরিত্রে জমাটি এন্ট্রি অভিনেতা সুমন দের

প্রসঙ্গত, আদিত্য খেয়ালি দস্তিদার ও অরিন্দম গঙ্গোপাধ্যায়ের পুত্র, আর অনুষা পরিচালক অশোক বিশ্বনাথন ও সাংবাদিক মধুমন্তী মৈত্রের মেয়ে। টলিউডের দুই প্রভাবশালী পরিবারের এই সম্পর্ক নিয়ে আশা ছিল অনেকেরই। কিন্তু শেষ পর্যন্ত নতুন বছরে ‘নতুন শুরু’-র বদলে এলো সম্পর্কের ইতি— আর তাতেই জল্পনা তুঙ্গে বিনোদনমহলে।

You cannot copy content of this page