‘খোকাবাবু’ ধারাবাহিক থেকে আলাপ! চার হাত এক হচ্ছে আদিত্য-পূর্বাশার! আট বছরের প্রেম পাচ্ছে নতুন পরিণতি

বাংলা টেলিভিশন জগৎ টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় জুটি আদিত্য চৌধুরী (Aditya Chowdhury) পূর্বাশা রায় (Purbasha Roy) তাঁদের আট বছরের সম্পর্ক এবার নতুন অধ্যায়ে পা দিতে চলেছে। দীর্ঘ আট বছর একে অপরের পাশে থাকার পর এবার ছাদনাতলায় চার হাত এক হবে আদিত্য-পূর্বাশার। এবার তাঁরা একে অপরের জীবন সঙ্গী হবেন। কবে বসতে চলেছে তাঁদের বিয়ের আসর?

কবে চার হাত এক হতে চলেছে আদিত্য-পূর্বাশার?

স্টার জলসার ‘খোকাবাবু’ ধারাবাহিকে কাজের সূত্রে আলাপ। আর সেখান থেকেই বন্ধুত্ব আরম্ভ হয় দুজনের। সম্পর্কের শুরুটা বন্ধুত্বপূর্ণ, তবে সময়ের সঙ্গে সঙ্গে তা পরিণত হয়েছে এক গভীর ভালোবাসায়। ধীরে ধীরে একে অপরের প্রেমে পড়ে যান। সেই প্রেম এবার সাত পাকে বাঁধা পড়ার অপেক্ষায়। বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন টলিউডের জনপ্রিয় জুটি।

প্রথম থেকেই আদিত্য এবং পূর্বাশা সম্পর্কের কথা গোপন রাখেননি। তবে তাঁরা বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে কথাবার্তা এড়িয়ে চলেছেন। খুব কম সময়ই দেখা গিয়েছে তাঁরা ব্যক্তিগত জীবনের তথ্য মিডিয়ার সামনে এনেছেন। এই জনপ্রিয় জুটিকে নিয়ে এর আগে কখনো বিতর্কের আবহ সৃষ্টি হয় নি। দীর্ঘ আট বছর ধরে একে অপরের হাত ধরে রয়েছেন তাঁরা।

কবে বিয়ে করতে চলেছেন আদিত্য ও পূর্বাশা?

সম্প্রতি এই জনপ্রিয় জুটি আদিত্য-পূর্বাশা তাঁদের বিয়ের দিন ঘোষণা করেছেন। জানা যায়, আগামী ১০ তারিখে তারা একে অপরকে জীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করবেন। আপাতত তাঁদের ভক্তরা এখন অপেক্ষা করছেন এই বিশেষ দিনের জন্য। যখন তাঁরা নতুন জীবন শুরু করবেন। এই বিয়ের পরিকল্পনা নিয়ে অনেক কিছুই শোনা যাচ্ছে, তবে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, বিয়ের দিনটি থাকবে একান্তভাবে ব্যক্তিগত এবং সাদামাটা।

আরও পড়ুন: তলিয়ে গিয়েছিল কেরিয়ার! শারীরিক অসুস্থতা কাটিয়ে মিঠিঝোরায় প্রত্যাবর্তন অনামিকার

সম্প্রতি এক সাক্ষাৎকারে আদিত্য-পূর্বাশা অংশ গ্রহণ করেছিলেন। তাঁরা জানান, “আমাদের সম্পর্কের ভিত্তি ছিল পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা, যা আমাদের সম্পর্ককে এত দীর্ঘ সময় ধরে টিকিয়ে রেখেছে।” টলিউডের এই জনপ্রিয় জুটির জন্য শুভকামনা জানিয়েছেন সকলে।

You cannot copy content of this page