আলোর উৎসব দীপাবলি আর ঠিক পরেই ভাইফোঁটাও আসছে। আর এই সময়টা যেন একটা অদৃশ্য সুতোর মতো আমাদের টেনে নিয়ে যায় ভাই-বোনের সম্পর্কের গভীরে। এই সম্পর্ক শুধু রক্তের বন্ধন নয়, অনেক সময় তা হয়ে ওঠে এক আশ্রয়, এক ভরসা। টলিউডের মেগাস্টার দেবের (Megastar Dev) সঙ্গে তাঁর বোন দীপালির (Deepali) সম্পর্ক ঠিক তেমনই। বাইরের দুনিয়ায় তিনি ‘দেব’, অথচ বোনের কাছে তিনি এখনও ‘দাদাভাই’। তাঁদের সম্পর্কের ভিতটা এতটাই মজবুত, যেখানে পরিচিতি-খ্যাতি বা পর্দার জাঁকজমক কোনওকিছুই ঢুকতে পারে না।
কিছুদিন আগে দেবের টলিউড ২০ বছর উদযাপন উপলক্ষে, দীপালি বলেছিলেন যে তিনি কখনও চাননি যে কেউ তাঁকে দেবের বোন হিসেবে চিনুক। তাঁর দৃষ্টিতে দাদা এখনও একজন সাধারণ মানুষ, যাঁকে তিনি চেনেন ছোটবেলার ঝগড়ার-খেলার সঙ্গী আর পরিবারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে। এমনকি যখন বিদেশে দেবের শ্যুটিং চলছিল এবং ফ্যানেরা তাঁকে জিজ্ঞেস করেছিলেন তিনি দেবের বোন কিনা, তখনও দীপালি হেসে বলেছিলেন,”না, আমি দর্শক। এখানে শুটিং দেখছি।”
প্রসঙ্গত, কাজের ব্যস্ততা থেকে রাজনীতির চাপ, অভিনয়ের প্রস্তুতি, প্রযোজনার পরিকল্পনা— সবকিছুর মধ্যেও যে মানুষটা পরিবারকে সময় দিতে জানে, তিনি দেব। যখনই সম্ভব হয়েছে, তিনি মাকে, বাবাকে, বোনকে কিংবা নিজের পোষ্যদের সঙ্গে নিয়ে ছুটিতে বেরিয়েছেন। এমনকি শ্যুটিংয়ে যাওয়ার সময়ও তাঁদের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এটুকুই বুঝিয়ে দেয়, পরিবার তাঁর কাছে শুধুই একটা দায়িত্ব নয় বরং একটা আবেগ, একটা শান্তির জায়গা।
সম্প্রতি ইন্ডাস্ট্রিতে ২০ বছর পূর্তি উপলক্ষে দেবের যে অনুষ্ঠানটি হয়, সেখানে উপস্থিত ছিলেন তাঁর পুরো পরিবার। মা-বাবা, বোন, এমনকি তাঁদের পোষ্যরাও। এই চিত্রটা আরও একবার দেখিয়ে দিয়েছে, পর্দার বাইরে দেব একেবারে ভিন্ন মানুষ যিনি নিজের শিকড় ভোলেননি। উল্লেখ্য, দেবের বোন দীপালি অভিনয়ের সঙ্গে যুক্ত নন, বরং দক্ষিণ কলকাতায় নিজের ছোট্ট একটি স্যালোঁ চালান। ব্যক্তিগত জীবনে একবার বিচ্ছেদের মধ্য দিয়ে গেলেও, তিনি এখন বাবা-মা এবং দাদার সঙ্গেই থাকেন।
আরও পড়ুনঃ দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত! ইতিমধ্যেই প্রকাশ্যে নতুন ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’র প্রথম প্রোমো! নায়কের আসনে থাকছেন কি রোহন?
রয়েছে একটি সন্তানও, বর্তমানে নতুনভাবে জীবন সাজিয়ে নিয়েছেন তিনি। তবে, দেবের জীবনের এই দিকটা হয়তো সবার চোখে ধরা পড়ে না, কারণ আমরা তারকাদের শুধু তাঁদের পেশার আলোতেই দেখতে অভ্যস্ত। কিন্তু যেভাবে তিনি নিজের পরিবারের সঙ্গে থাকেন, বিশেষ করে বোনের সঙ্গে যে সহজ-স্বাভাবিক সম্পর্ক বজায় রেখেছেন, তা সত্যিই প্রশংসনীয়। দেব শুধু একজন সফল অভিনেতা বা রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি একজন দাদা, যিনি পরিবারের প্রতিটি সদস্যকে নিজের মতো করে আগলে রাখেন।