জীবনের শূন্যতাকে ভরিয়ে দিল কন্যার আগমন, অহনা-দীপঙ্করের মেয়ের নামকরণের আড়ালে লুকিয়ে আবেগঘন গল্প! সন্তানের মধ্যেই ফিরে পেলেন প্রিয় মানুষ, মেয়ের নাম প্রকাশ্যে এনে আবেগী মা! কী নাম রাখলেন একরত্তির?

বাংলা টেলিভিশনের জনপ্রিয় খলনায়িকা ‘মিশকা’, অর্থাৎ অভিনেত্রী ‘অহনা দত্ত’ (Ahona Dutta) এখন সম্পূর্ণ নতুন এক ভূমিকায়। সবে ২১ বছর বয়সে পা দিয়েই মা হয়েছেন তিনি। একরত্তি কন্যাকে ঘিরে তাঁর এবং স্বামী দীপঙ্করের (Dipankar Ray) জীবনে এসেছে একরাশ আনন্দ। মেয়ের নামকরণ করলেন এদিন দু’জনে। মেয়ের এই নামের সঙ্গে জড়িয়ে রয়েছে গভীর আবেগ ও পারিবারিক ভালোবাসা। অহনা জানিয়েছেন, সংস্কৃতে এর অর্থ সমুদ্র, সমৃদ্ধি বা শান্তি— যা প্রতিদিন তাঁদের জীবনে নতুন করে অনুভূত হচ্ছে।

পাশাপাশি, নামটি এসেছে দীপঙ্করের মায়ের নাম থেকে, যিনি স্বামীর জীবনে সবচেয়ে প্রিয় ছিলেন। অহনার বিশ্বাস, শাশুড়ির আশীর্বাদই এখন তাঁদের কন্যার রূপে সঙ্গী হয়ে রয়েছে। উল্লেখ্য, অন্তঃসত্ত্বা অবস্থায় থেকেই জীবনের প্রতিটি অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অহনা। কখনও সন্তানকে অনুভবের কথা জানিয়েছেন, কখনও আবার মধ্যরাতের হঠাৎ খিদে পেলে সেটাও ভাগ করেছেন। স্বামী দীপঙ্করের হাতের বিরিয়ানি খাওয়াও সেই সময় ভাইরাল হয়েছিল।

সেই সময় থেকেই অনুরাগীদের সঙ্গে সম্পর্কটা আরও ঘনিষ্ঠ হয়েছে। মেয়ের জন্মের পরও তিনি প্রতিটি অনুভূতি খোলামেলাভাবেই শেয়ার করছেন তাঁরা, যদিও একরত্তির মুখ এখনও প্রকাশ করেননি। তবে মেয়ের আগমনের পর দীপঙ্করের আবেগও ছিল চোখে পড়ার মতো। সন্তান জন্মের মুহূর্তেই তিনি এক শব্দে লিখেছিলেন—‘মা’। এর আগে বহুবার সাক্ষাৎকারে দীপঙ্কর বলেছিলেন, তাঁর বিশ্বাস মা-ই নতুন জীবনের আকারে তাঁদের কাছে ফিরে আসবেন। তাই কন্যা জন্মের পর তাঁর অনুভূতিতে ধরা দিয়েছিল।

এক মাসের এই ছোট্ট জীবনের মধ্যে দিয়ে দম্পতির সংসার নতুন আলোয় ভরে উঠেছে। অভিনেত্রী হিসেবে অহনা যেমন দর্শকদের প্রিয়, তেমনি মা হিসেবে তিনি প্রতিদিন শিখছেন নতুন কিছু। নিজেই বলেছেন, সমাজ মাধ্যমে অনেকের পরামর্শ তাঁর কাজে লেগেছে। যেমন একবার তিনি কন্যাকে ঘুম পাড়ানোর টিপস চাইলে, বহু মানুষ অভিজ্ঞতা ভাগ করেছিলেন। অহনার মতে, সকলে খারাপ না অনেকেই আন্তরিকভাবে সময় দিয়ে পাশে দাঁড়ান, তবে সমালোচনাও কম নেই।

আরও পড়ুনঃ মৌয়ের সঙ্গে বিয়ের আয়োজন চললেও প্লুটোর মনে শুধু মিঠি! অনুষ্ঠানের দিন মিঠির নামেই বয়ে এল ঝড়, বি’ষ ছড়াল অনন্যার কটাক্ষ! বৃদ্ধা শাশুড়ির জন্য লড়াইয়ে নামল কমলিনী, প্রতিবাদে কড়া হুঁশিয়ারি চন্দ্র-সোহিনীকে!

মায়েদের প্রতি এই সমালোচনার দৃষ্টিভঙ্গি সমাজে নতুন কিছু নয়। কিন্তু তিনি বিশ্বাস করেন, নিজের আত্মবিশ্বাসই এই পরিস্থিতি সামলাতে সাহায্য করে। এখন আপাতত অভিনয় থেকে বিরতি নিয়েছেন অহনা। মা হওয়ার ধকল সামলে আবার কাজে ফিরতে চান তিনি। আগেই অহনা জানিয়েছিলেন, সন্তানের নাম ঠিক করা আছে। আর তাঁরা মেয়ের নাম রেখেছেন ‘মীরা’, শাশুড়ি মা মীরা রায়-এর নাম থেকে অনুপ্রাণিত হয়ে। সব মিলিয়ে ছোট্ট পরিবারকে ঘিরে এখন তাঁদের জীবন রঙিন ও উজ্জ্বল, আর মেয়ের উপস্থিতি সেই সুখের সম্পূর্ণতা এনে দিয়েছে।

You cannot copy content of this page