ইন্ডাস্ট্রিরই একজনের সঙ্গে প্রেম ছোট পর্দার দিঠি ঐশী ভট্টাচার্যের! প্রেমিক খুব কড়া তাই কাজ থেকেও বিদায় নিচ্ছে ‘দিঠি’

আপাতত ছোট পর্দায় আর দেখা যাবে না ‘দিঠি’ ওরফে অভিনেত্রী ঐশী ভট্টাচার্যকে। একটি সংবামাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ঐশী জানিয়েছে নিজের ভবিষ্যত পরিকল্পনার কথাও।

২ বছর টানা জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’- এ অভিনয় করার পর এবার ওয়েব সিরিজের কাজে হাত লাগিয়েছে সে। বেশ কিছু ধারাবাহিকের প্রস্তাব এসছিল তার কাছে। কিন্তু ঐশী তা ফিরিয়ে দিয়েছে কারণ এখনও সে ‘দিঠি’ চরিত্রটি করার পর ওই চরিত্রগুলির জন্যে তৈরী নয়। ওই চরিত্র করার পর এখন ওইরকম চরিত্র থেকেও নিজেও সরিয়ে রাখছে ঐশী।

তবে ধারাবাহিকের সকলের সঙ্গেই এখনও ভালো সম্পর্ক তার। রুশা চট্টোপাধ্যায়, ঊষসী চক্রবর্তীর সঙ্গে আড্ডা দেওয়ার প্ল্যান করে ফেলেছে সে। এদিকে কাজ আর পড়াশোনার মাঝেও জীবনে এসেছে বিশেষ মানুষ। ইন্ডাস্ট্রিরই কারুর সঙ্গে প্রেম করছে ঐশী। তবে নাম জানাতে চায়নি সে।

আবার সোশ্যাল মিডিয়াতেও তার ফলোয়ার সংখ্যা কম নয়। তবে শুধুমাত্র কাজের প্রচারের জন্য নেটমাধ্যমের ব্যবহার করতে পছন্দ করে সে। আর আগে যখন এই মাধ্যমগুলো ছিল না তখন একটা ধারাবাহিক শেষ হলেই তাদেরকে ভুলে যেত মানুষ। কিন্তু এখন তার মতে সোশ্যাল মিডিয়ার দৌলতে তারকারা সংযোগ রাখতে পারে অনুরাগীদের সঙ্গে।

You cannot copy content of this page