“অর্পণের থেকে চোখ ফেরাতে পারছি না…” — মজার ছলেই কি মনের কথা ফাঁস করলেন অলিভিয়া?তবে কি অর্পণ ঘোষালের প্রেমেই পড়লেন নায়িকা?

বিনোদন জগতে কাজ করতে করতে সহকর্মীদের মধ্যে বন্ধুত্ব গাঢ় হওয়া, তার থেকেও কখনও কখনও প্রেমের রসায়ন তৈরি হওয়া নতুন কিছু নয়। একই সেটে দীর্ঘ সময় কাটানো, চরিত্র নিয়ে আলোচনা, শুটিংয়ের ফাঁকে আড্ডা—এই সবকিছু মিলিয়েই অনেক সম্পর্ক ধীরে ধীরে অন্য রঙ নেয়। টলিপাড়ায় এমন উদাহরণ অতীতেও কম নেই। তাই নতুন কোনও জুটি নিয়ে কানাঘুষো শুরু হলে স্বাভাবিকভাবেই কৌতূহল বাড়ে দর্শকদের মধ্যেও।

সেই কৌতূহলের মাঝেই সম্প্রতি আলোচনায় এসেছে নতুন বাংলা ছবি ‘রাপ্পা রায় অ্যান্ড ফুলস্টপ ডট কম’। সুযোগ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় কমিক সিরিজ থেকে বড়পর্দায় উঠে আসা এই ছবির প্রিমিয়ার ইতিমধ্যেই জমজমাট হয়ে উঠেছে। ডিসেম্বরের প্রথম শুক্রবারে মুক্তি পাওয়া এই ছবিটিই একমাত্র বাংলা ছবি, যা দর্শকের নজর কেড়েছে। বইয়ের পাতা থেকে রাপ্পা রায়ের জীবন্ত হয়ে ওঠা নিঃসন্দেহে কমিকপ্রেমীদের কাছে আলাদা আকর্ষণ।

এই ছবিতে নাম ভূমিকায় অর্থাৎ রাপ্পা রায়ের চরিত্রে অভিনয় করেছেন অর্পণ ঘোষাল। তাঁর অভিনয় ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। বিনোদন জগতে অর্পণের ফ্যান ফলোয়িং নতুন নয়, বিশেষ করে মহিলা অনুরাগীদের সংখ্যা যথেষ্ট। অন্যদিকে, ছবিতে একজন ফিল্ম স্টারের চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রী অলিভিয়া সরকারকে। দু’জনের অনস্ক্রিন কেমিস্ট্রিও দর্শকের চোখে পড়েছে।

তবে আসল আলোচনা শুরু হয়েছে ছবির বাইরের এক মজার মুহূর্ত ঘিরে। সম্প্রতি একটি ইন্টারভিউতে অলিভিয়া সরকার মজার ছলে বলেন, “অর্পণের থেকে চোখ ফেরাতে পারছি না। শুধু কি বাকি মেয়েরাই দেখবে? আমার পাশেই তো বসে রয়েছে, আমি একটু ভালো করে দেখব না?” তাঁর এই হালকা মন্তব্যেই যেন নতুন জল্পনার রসদ পেয়েছে টলিপাড়া।

আরও পড়ুনঃ “আমি মানুষ, পেটে যা সইবে তাই খাব!” ‘বি’ফ স্টেক’ খেয়ে ফের বিতর্কে স্বরলিপি চট্টোপাধ্যায়! ‘হিন্দু ব্রাহ্মণ হয়েও গরুর মাংস খাচ্ছেন!’ ‘স্বামীকে প্রতা’রক বানানো দিয়ে শুরু, নিজেকে আলোচনায় রাখার চেষ্টায় একের পর এক বিতর্ক তৈরি করছে’ চূড়ান্ত সমালোচনা নেটিজেনদের!

এই কথার ভঙ্গি থেকেই অনেকের মনে প্রশ্ন, তাহলে কি শুধুই বন্ধুত্ব আর সহকর্মিতার রসায়ন, নাকি তার আড়ালে অন্য কিছু? সিনেমার সেটে হাসি-ঠাট্টা, প্রিমিয়ারে একসঙ্গে সময় কাটানো—সব মিলিয়ে গুঞ্জন আরও জোরালো। তবে সত্যিই কি অলিভিয়া অর্পণের প্রেমে পড়েছেন? নাকি সবটাই নিছক মজার ছলে বলা কথা—এই প্রশ্নই এখন ঘুরছে টলিপাড়ার অন্দরমহলে।