বহু মেগা ধারাবাহিক এসেছে এবং কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়েছে। তবু ২০২২ সালের আগস্ট থেকে শুরু হওয়া ‘জগদ্ধাত্রী’ এখনও দর্শকের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছে। এই ধারাবাহিকের মুখ্য নায়িকা অঙ্কিতা মল্লিককে ঘিরে দর্শকদের কৌতূহল এখন তুঙ্গে। ছোটপর্দার জনপ্রিয় এই মুখ কি এবার বড় পর্দায়ও নিজের ছাপ রাখতে যাচ্ছেন? এই প্রশ্ন ফিরেই দর্শকদের মধ্যে উত্তেজনা তীব্র।
বেশ কিছুদিন আগেই দেখা গিয়েছিল রানা সরকারের প্রযোজনা সংস্থা ‘DCM’-এর ১৫ বছর পূর্তির অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে হাজির ছিলেন অঙ্কিতা মল্লিকও। হালকা মেকআপ, খোলা চুলে তিনি সকলের নজর কেড়েছিলেন। অনুষ্ঠানে রানা সরকার ছোটপর্দার আরেকজন পরিচিত মুখ দিব্যজ্যোতি দত্তের সঙ্গে অঙ্কিতার একটি ছবি শেয়ার করেন। রানা পোস্টে লিখেছিলেন, ‘ভবিষ্যের আশা’ এবং ‘নতুন প্রজন্মের প্রতিভারা DCM-এর ১৫ বছর পূর্তির উদযাপনে’। এর থেকে অনেকেই মনে করেছিলেন দিব্যজ্যোতি এবং অঙ্কিতাকে কি ভবিষ্যতে একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে।
এবার সেই জল্পনার অবসান, জানা যাচ্ছে মহুয়া রায়চৌধুরীর বায়োপিক ‘গুনগুন করে মহুয়া’-তে দিব্যজ্যোতি দত্তকে তাপস পালের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এবং অপরদিকে দেখা যাবে অঙ্কিতাব মল্লিককে। টলিউডের সেইসময়ের ব্লকবাস্টার জুটি তাপস-মহুয়ার প্রেম এবং তাদের গুঞ্জনকে এবার বড় পর্দায় জীবন্ত করা হবে।
আরও পড়ুনঃ “রাজ্য সরকার কাজ দেয় না…তাও সংসার চালাচ্ছি, এটাই সত্যিকারের লক্ষ্মীমন্ত!” “সংসার চলছে কারণ আমার লোভ নেই, অস’ভ্য বলে বয়কটের ডাক দিলে আমি লক্ষী থেকে চন্ডীও হতে পারে!”— অকপট শ্রীলেখা মিত্র!
ছবিতে মহুয়ার স্বামী তিলক চক্রবর্তীর চরিত্রে দেখা যাবে সম্ভবত একজন থিয়েটার অভিনেতাকে। যদিও তাঁর চরিত্র গুরুত্বপূর্ণ, তবে স্ক্রিনটাইম তুলনামূলকভাবে কম থাকবে। শোনা যাচ্ছে, এই সিনেমার শুটিং শুরু হচ্ছে নভেম্বর মাসে। ফলে অঙ্কিতা মল্লিক এবং দিব্যজ্যোতির এই নতুন ছবি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ এখন চরমে পৌঁছেছে।






“বাইরে ভালো মানুষের মুখোশ…কিন্তু ভিতরে ও মানুষ নয়, দা’নব একটা!” “মানসিক নির্যা’তন থেকে বাঁচতে, হাত জোড় করে ছেড়ে দিতে ভি’ক্ষা চাই!”— বিস্ফো’রক অভিযোগে সরব অভিনেতা সুরজিৎ সেনের স্ত্রী রীত মণ্ডল! উঠল নোং’রা মানসিকতার অভিযোগ, প্রকাশ্যে আনলেন চাঞ্চল্যকর তথ্য!