রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, সরস্বতী পুজোর দিন কী সুন্দর শাঁখ বাজাল অন্বেষা হাজরা!দেখে মুগ্ধ নেটিজেনরা
এখন জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে এই পথ যদি না শেষ হয়।হয়তো টিআরপি তালিকায় এই সিরিয়াল খুব একটা ভালো ফলাফল করতে পারে না কিন্তু সিরিয়ালের মুখ্য চরিত্র সাত্যকি এবং উর্মির আলাদা একটা ফ্যান বেস আছে। জি বাংলার এই জুটিকে সকলেই বেশ ভালোবাসেন।
সিরিয়াল শুরু হয়েছিল বড়লোকের হাসিখুশি খামখেয়ালি মেয়ে উর্মির সাত্যকির কাছে ট্যাক্সি শেখা নিয়ে। সেখান থেকে অনেক ঝড় জল পেরিয়েছে। বর্তমানে উর্মি সরকার বাড়ির আদরের বৌ। তবে রিনির জ্বালায় উর্মিকে অনেক বিপদে পড়তে হয়েছে। এবার শেষবারের মতো প্রতিশোধ নিতে আসছে রিনি। সিরিয়ালে দেখানো হবে সরস্বতী পুজোর দিন মুমুর প্রেমের কথা জানিয়ে দেওয়া হবে সরকার বাড়িতে আর জানাবে সোনা ডাক্তারবাবুর পরিবার।
আর এবার এর মাঝেই বন্ধু শ্রুতি দাসের সঙ্গে জমিয়ে সরস্বতী পুজা উদযাপন করলেন উর্মির ভূমিকায় অভিনয় করা অন্বেষা হাজরা। হলুদ শাড়ি লাল ব্লাউজ তাকে সাক্ষাৎ স্বরস্বতীর মতোই লাগছিল। এমনিতেও যে কোন অনুষ্ঠান হলে অন্বেষাকে সব সময় শাড়ি পরতে দেখা যায়। তাকে ভীষণ মিষ্টি লাগে শাড়ি পরলে।
তার পোস্ট করা একটি ভিডিওতে এবার পাওয়া গেল নতুন চমক। সরস্বতী পুজোর দিন দক্ষ ভাবে টানা দীর্ঘক্ষণ শাঁখ বাজিয়ে চমকে দিলেন অন্বেষা। যেভাবে বড় শাঁখটি নিয়ে তিনি একটানা বাজালেন। তা দেখে উপস্থিত সকলেই হাততালি দিয়ে ওঠেন।
অন্বেষার আসল বাড়ি বর্ধমানের মেমারিতে। ছোট থেকেই প্রকৃতির সঙ্গে যুক্ত অন্বেষা। তাই তো এখনো এই সমস্ত জিনিসগুলো, নিজের সংস্কৃতিকে প্রাণপণে আঁকড়ে রেখেছেন অত্যন্ত প্রাণবন্ত এই মিষ্টি অভিনেত্রী। যা জানতে পেরে এই রকম দেখতে পেরে তার ভক্তরা ভীষণ খুশি।