টেলিপাড়ায় বিচ্ছেদের (Divorce) হাওয়া যেন কিছুতেই থামছে না! সকাল হতে না হতেই অভিনেত্রী সুস্মিতা রায় ও সব্যসাচী চক্রবর্তীর দাম্পত্য জীবনের ইতি টানার খবর সামনে আসে। আর তার ঠিক পরেই ফের এক তারকার দাম্পত্য সম্পর্ক ভাঙনের ইঙ্গিত! ‘আলো ছায়া’ ধারাবাহিকের মাধ্যমে পরিচয়, প্রেম ও তারপর বিয়ে—সব মিলিয়ে যাঁদের সম্পর্ক ছিল রূপকথার মতো, সেই ‘দীপ্সিতা মিত্র’ (Deepsheta Mitra) এবং অভিনেতা ‘কৌশিক দাস’ (Koushik Das) -এর দাম্পত্যেও এবার ছেদ পড়ল।
২০২২ সালের ২ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দীপ্সিতা ও কৌশিক। অল্প দিনের প্রেমের পরেই নেওয়া সেই সিদ্ধান্ত হয়তো তখন ছিল ঠিকই, কিন্তু মাত্র তিন বছরের মাথায় এসে তাঁদের পথ আলাদা হয়ে গেল। ইনস্টাগ্রামে দীপ্সিতা নিজেই জানিয়েছেন, যৌথভাবে তাঁরা এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বহু চেষ্টা করেও একসঙ্গে থাকতে পারছিলেন না—এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। এই খবরে হতাশ অনেক অনুরাগীরা।
পোস্টে দীপ্সিতা লিখেছেন, “আমি আর কৌশিক একসঙ্গে না থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমরা দু’জনেই অনেক চেষ্টা করেছি সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। কিন্তু শেষমেশ বুঝেছি এটা আমাদের জীবনের জন্য সঠিক সিদ্ধান্ত। তাই সকলের কাছে অনুরোধ, দয়া করে মিথ্যে গুজব না ছড়ান।” একদিকে যেমন এই বিচ্ছেদ তাঁদের ব্যক্তিগত পরিসরের বিষয়, তেমনই সমাজ মাধ্যমে মুখ খুলে প্রকাশ্যে আনার সাহসকেও কুর্নিশ জানিয়েছেন অনেকে।
অন্যদিকে সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় কৌশিক জানিয়েছেন, এই পরিস্থিতিতে তিনি খুব বেশি কিছু বলতে চান না। বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছিলেন তাঁরা। এখন প্রত্যেকেই নিজের মতো করে জীবনকে সাজিয়ে নিতে চাইছেন। “এই মুহূর্তে কী বলব বুঝতে পারছি না। আপাতত আমাদের একটু সময় দরকার নিজেদের গোছানোর জন্য,”—বলেছেন অভিনেতা। তাঁর কথাতেই স্পষ্ট, সম্পর্কের জট খুললেও আবেগের দাগ এখনো শুকোয়নি।
আরও পড়ুনঃ “আমায় কেউ আর কাজ দিচ্ছে না”, “আমি ঘটি-বাটি-চটি হারালেও অভিনয় ছাড়ব না!” — কাজ না থাকায় অনিশ্চয়তার মুখে অনির্বাণ! ক্যামেরার বাইরে এবার নতুন জীবন শুরু করবেন অভিনেতা!
বর্তমানে দীপ্সিতাকে দেখা যাচ্ছে ‘ভিডিও বৌমা’ ধারাবাহিকে। অন্যদিকে সদ্য শেষ হয়েছে কৌশিকের চরিত্র ‘রোশনাই’ ধারাবাহিকে। আপাতত নতুন কোনও প্রজেক্টে যুক্ত নন অভিনেতা। তবে ব্যক্তিগত জীবনের এই মোড় তাঁদের পরবর্তী কাজের বাছাইয়ে কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার। একটা সময় যাঁদের প্রেম ছিল সকলের প্রিয়, তাঁদের বিচ্ছেদে মন ভেঙেছে ভক্তদের। বাকি জীবনটা যেন দু’জনের জন্যই শান্তি ও নিজস্বতায় ভরপুর হয়—এই শুভেচ্ছাই থাকল।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।