বড় পর্দার জন্য ওজন কমিয়েছেন ২৫ কেজি! একেবারেই লাগছে না দুই বড় বড় মেয়ের বাবা! বড় পর্দায় কাজের জন্য এবার কি ‘অনুরাগের ছোঁয়া’ ছাড়ছেন দিব্যজ্যোতি দত্ত!

ছোট পর্দার অনুরাগীরা যাঁকে ‘সূর্য’ নামেই চেনেন, তিনিই এখন এক বড় সিদ্ধান্তের পথে হাঁটছেন। দীর্ঘ সময় ধরে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ করেই বদল ঘটেছে কেরিয়ারের গতিপথে। এক নতুন সফরের উদ্দেশে নিজেকে প্রস্তুত করছেন এই জনপ্রিয় মুখ। সেই প্রস্তুতির পিছনে রয়েছে এক বড় প্রজেক্ট, যা তাঁকে ছোট পর্দা ছেড়ে বড় পর্দার দিকে টেনে নিচ্ছে ধীরে ধীরে।

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে সূর্য চরিত্রে যিনি এত দিন দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তিনি আর কেউ নন— অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। তবে এবার ছোটপর্দার গণ্ডি ছেড়ে তিনি বড় পর্দার দিকে পা বাড়ালেন। আর এই পথচলার সঙ্গী হয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। সৃজিতের আসন্ন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে মহাপ্রভুর চরিত্রে দেখা যাবে দিব্যজ্যোতিকে। এই প্রথম সিনেমার জগতে প্রবেশ তাঁর, আর তাতে নজর কাড়ার জন্য প্রস্তুতিও নিচ্ছেন জোরকদমে।

স্টার জলসা, বাংলা ধারাবাহিক, অনুরাগের ছোঁয়া, Star Jalsha, Bengali Serial, Anurager Chhowa

নতুন এই চরিত্রের জন্য নিজেকে একেবারে বদলে ফেলেছেন দিব্যজ্যোতি। পরিচালক সৃজিতের কড়া নির্দেশ মেনে চলেছেন তিনি। শরীরচর্চা, ডায়েট, রুটিন— সব কিছু নিয়েই এক গুছোনো প্ল্যান তৈরি করে নিয়েছেন। ফলস্বরূপ, এক ধাক্কায় ২৫ কেজি ওজন কমিয়েছেন অভিনেতা। মহাপ্রভুর চরিত্রে অভিনয় করার জন্য প্রয়োজন ছিল এক নির্দিষ্ট গঠন ও আবহের। সেই লক্ষ্যেই নিজেকে তৈরি করেছেন অভিনেতা।

সাধারণত দর্শকদের চোখে নায়ক মানেই এক মাথা ঘন চুল, সুন্দর দেহ ও স্টাইলিশ উপস্থিতি। কিন্তু এই প্রচলিত ধারণাকেই ভাঙতে চলেছেন দিব্যজ্যোতি। সৃজিতের ছবির জন্য চেনা ছকের বাইরে গিয়ে নিজেকে গড়ে তুলছেন তিনি। অনেকে যেখানে সিনেমায় পা রাখার আগে ‘হ্যান্ডসাম লুক’-এর দিকে বেশি মন দেন, সেখানে দিব্যজ্যোতির মূল লক্ষ্য চরিত্রের গভীরে পৌঁছনো। দর্শকদের একেবারে নতুন ভাবে চমক দিতে প্রস্তুত তিনি।

আরও পড়ুনঃ চাঁদুর সঙ্গে সংসার করবে না কমলিনী! চাঁদু ফিরে আসাতে কি কমলিনী-নতুনের সম্পর্কে আসতে চলেছে বিরাট পরিবর্তন! কেমন লাগছে ‘চিরসখা’র সাম্প্রতিক পর্ব?

এই ছবির জন্য শুধু ওজন কমানো নয়, বিশেষ ডায়েট চার্ট অনুসরণ করছেন দিব্যজ্যোতি। অনুশীলন করছেন চলাফেরা, বাচনভঙ্গি এমনকি মানসিক প্রস্তুতির দিকেও। অভিনেতার মতে, এই ছবির মাধ্যমে নিজেকে নতুন করে গড়ে তুলতে চাইছেন তিনি। কিন্তু ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক ছেড়ে দেবেন কি না তা স্পষ্ট করে বলেননি অভিনেতা, এখন দেখার, ছোটপর্দার সূর্য বড়পর্দায় ‘মহাপ্রভু’ হয়ে কতটা আলো ছড়াতে পারেন।

You cannot copy content of this page