জীবনে সত্যিকারের বন্ধু খুব কম অপরাজিতার! কেনো এমন বললেন নায়িকা?

টলিউডের দীর্ঘ সময় ধরে জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় রয়েছেন অপরাজিতা আঢ্য। নায়িকা যেমন নিজে হাসিখুশি থাকতে পছন্দ করেন তেমন যে কোন অনুষ্ঠান বেশ আনন্দের সঙ্গে পালন করেন। এবার সরস্বতী পুজোর দিন দারুণ নৃত্য পরিবেশন করলেন তিনি। বসন্ত পঞ্চমীতে ছোটবেলার বন্ধুর সঙ্গে আনন্দের মুহূর্ত তিনি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। শুধু ভিডিও পোস্ট করেননি, তার সঙ্গে ক্যাপশনে লিখেছেন “জীবনে সত্যিকারের বন্ধুত্ব খুব কম হয়। কিন্তু যার সঙ্গে হয়, সব সম্পর্কের উর্ধ্বে গিয়ে সেরার সেরা সম্পর্ক বন্ধুত্বই হয়”।

আবার ৫ ডিসেম্বর উটিতে গিয়েও নাচে মেতে ওঠেন অভিনেত্রী। ফুরফুরে দক্ষিণ হাওয়ার আমেজ গায়ে লাগিয়ে দিব্যি ছুটি উপভোগ করলেন অপরাজিতা। কিছু ছবি তিনি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। আবার সেই সঙ্গে একটি নাচের ভিডিও পোস্ট করেছিলেন। কী নাচ জানেন? তাল’ ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনের সাদা পোশাকে ‘রমতা যোগী’ গানের সঙ্গে নাচ। নিজের মতো করে নাচ নিয়ে থাকেন তিনি। আর সেই ভিডিওর পিছনে আবার সুন্দর করে সাজানো বাগান, সাজানো পাহাড় আর তার মধ্যে মিশে গিয়েছেন নায়িকা অপরাজিতা।

স্বতঃস্ফূর্ত ছন্দে, কোরিওগ্রাফ না করা একটি নাচ একেবারেই নিজের মতো নাচলেন তিনি। অপরাজিতা লিখেছেন, “মাঝে মধ্যে কোনও প্রস্তুতি ছাড়াই নাচি। প্রকৃতিই এমনটা করতে সাহায্য করে।” তবে সরস্বতী পুজোয় এই প্রথম নাচ তিনি করলেন না। প্রতিবার নিজের বেহালার বাড়িতে বসন্ত উৎসবে দোল খেলার আয়োজন করেন নায়িকা। যে নাচের দলের সঙ্গে তিনি যুক্ত থাকেন, সেই মেয়ের দল সেজে নৃত্য পরিবেশন করে। নিজের মধ্যেই আনন্দ ভাগাভাগি করে নেয় সেই দল।

You cannot copy content of this page