‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে দিতিপ্রিয়া ছাড়ার পর থেকে দর্শকদের একটাই প্রশ্ন ছিল, নতুন ‘অপর্ণা’ কে হবেন। সাত দিন ধরে নায়িকা ছাড়া শুটিং চললেও অবশেষে মিলেছে খোঁজ। জানা গেছে, মঞ্চে অভিনয় করেন এমন এক নতুন মুখকে বেছে নেওয়া হয়েছে এই চরিত্রের জন্য।
বুধবার চারজন অভিনেত্রীর লুক টেস্ট নেওয়া হয়েছিল বলে সূত্রের দাবি। সেই তালিকায় ছিলেন সম্পূর্ণা মণ্ডল ও সোমু সরকারও। তবে শেষ পর্যন্ত কোনও পরিচিত মুখ নয়, নির্বাচিত হয়েছে একদম নতুন প্রতিভা। ঝাড়গ্রামের মঞ্চাভিনেত্রী শিরিন পালকে নাকি ছোটপর্দায় দেখা যাবে ‘অপর্ণা’ চরিত্রে।
যদিও চ্যানেল বা প্রযোজনা সংস্থা এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। তবে যাঁদের লুক টেস্ট হয়েছিল, তাঁদের মধ্যে শিরিনই সবচেয়ে এগিয়ে ছিলেন বলে সূত্রের খবর। চ্যানেল নাকি তাঁকেই চূড়ান্ত করেছে। এই বিষয়ে একটি বেসরকারি সংবাদমাধ্যম শিরিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।
শিরিন ঝাড়গ্রামের মেয়ে। ছোট থেকেই তিনি নাট্যচর্চায় যুক্ত। তাঁর মা–বাবা ‘ঝাড়গ্রাম কথাকৃতি’ নামে একটি নাট্যদল পরিচালনা করেন। সেখানেই শিরিনের বড় হওয়া ও অভিনয়ের প্রাথমিক শিক্ষা। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়া শিরিন বর্তমানে মাস্টার্স করছেন।
আরও পড়ুনঃ ‘অনুভবেরও নিজের ভাষা আছে, সাহেবের সঙ্গে আমার সম্পর্ক…’ সুস্মিতার অকপট স্বীকারোক্তি! অনির্বাণের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ভাঙার আসল কারণও আনলেন সামনে! সাহেবের সঙ্গে নিজের সম্পর্ককে কি নাম দিলেন তিনি?
ধারাবাহিকের নায়িকা নির্বাচনে বিতর্কের পর থেকেই নানা জল্পনা চলছিল। দিতিপ্রিয়ার জায়গায় কে আসবেন, তা নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে। এখন শোনা যাচ্ছে, সত্যিই শিরিন পালকেই দেখা যেতে পারে নতুন ‘অপর্ণা’ হিসেবে। কখন থেকে তিনি শুটিং শুরু করবেন, তা এখনও জানা যায়নি। সবকিছুই খুব শিগগিরই পরিষ্কার হতে পারে।






