“আমি এমন কাজ করতে চাই না, যা দেখে কেউ বলতে পারে—এ মা! একে পছন্দ করতাম!” “আর্থিক সুখের চেয়ে পেশাগত সুখই আসল তৃপ্তি!”, জীবনের বাস্তব দর্শন নিয়ে অকপট অর্পণ ঘোষাল! কবে ফিরছেন ছোটপর্দায়?

লেখক সুযোগ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় কমিক চরিত্র ‘রাপ্পা রায়’ এবার জীবন্ত হয়ে উঠছে বড়পর্দায়! এই খবরে সিনেমাপ্রেমীদের আগ্রহ বেশ কিছুদিন ধরেই তুঙ্গে। ছবির নাম ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’ (Rappa Ray &.Com), পরিচালনায় রয়েছেন ধীমান বর্মন। দীর্ঘদিন ধরে প্রস্তুতি চলার পর এখন ছবির প্রচার পর্ব শুরু হয়েছে জোরকদমে। সম্প্রতি শহরে জমকালো আয়োজনে হয়ে গেল ছবির মিউজিক লঞ্চ অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং ছবির রাপ্পা রায়—অভিনেতা ‘অর্পণ ঘোষাল’ (Arpan Ghoshal)। গান প্রকাশের সঙ্গে ছবির টিমের উচ্ছ্বাসও চোখে পড়ার মতো ছিল।

রাপ্পা রায়ের চরিত্রে অর্পণ ঘোষালের নাম ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকদের কৌতূহল বাড়ছে। যদিও প্রথম দিকে শোনা গিয়েছিল এই চরিত্রে অভিনয় করছেন সৌম্য মুখোপাধ্যায়, কিন্তু এক মাসের শুটিংয়ের পর পরিবর্তন আসে কাস্টে। টেলিভিশনে ‘মেয়েবেলা’ ধারাবাহিকে‘ ‘ডোডো দা’ চরিত্রে বিপুল জনপ্রিয়তা পাওয়া অর্পণ তখন ছোটপর্দা ছেড়ে নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর মতে, ধারাবাহিকের ব্যস্ততা শিল্পীকে সীমাবদ্ধ করে ফেলে, ফলে পছন্দের কাজ বেছে নেওয়ার সুযোগ কমে যায়।

Arpan Ghoshal, Meyebela, Dodo, Star Jalsha, Bengali television, OTT series, Bengali web series, theatre, cinema, casting system in Tollywood, casting corruption, tollywood audition, actor struggle, Bengali serials, Arpan Ghosal fans, charming actor, Basanta Ese Geche, অর্পণ ঘোষাল, মেয়েবেলা, ডোডো, স্টার জলসা, বাংলা টেলিভিশন, ওটিটি সিরিজ, বাংলা ওয়েব সিরিজ, থিয়েটার, সিনেমা, বাংলা কাস্টিং পদ্ধতি, টলিউড অডিশন, টলিউডের কাস্টিং দুর্নীতি, বসন্ত এসে গেছে, বাংলা সিরিয়াল, অর্পণ ঘোষাল ফ্যান, সুপুরুষ অভিনেতা, বাংলা বিনোদন

সেই কারণেই তিনি সময় নিয়ে সিনেমা এবং ওয়েব সিরিজে মন দিতে চেয়েছিলেন। এবার সেই সিদ্ধান্তই যেন তাঁকে নিয়ে এসেছে রাপ্পার মতো ব্যতিক্রমী এক চরিত্রে। এদিন অনুষ্ঠান শেষে, সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিনেতা। একটি সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, চরিত্র বাছার ক্ষেত্রে কোন বিষয়টা মাথায় রাখেন তিনি? যেহেতু অর্পণের অভিনয় জীবন শুরু মূলত থিয়েটার এবং পরবর্তীতে ওয়েব সিরিজ দিয়ে, সেইসব মাথায় রেখেই অভিনেতা বলেন, “বিশেষ কোনও ভাবনা থাকে না, আবার একটু বুঝে নিতেই হয়।

আমি এমন কোনও কাজ করতে চাই না, যায় আমায় যাঁরা পছন্দ করেন তারা বলতে পারেন যে ‘এ মা! একে পছন্দ করতাম!’ আমি সব সময় এমন চরিত্র উপহার দিতে চাই, যেটা করলে আমার নিজের সুখ আসবে। আর্থিক সুখ আর পেশাগত সুখ একসঙ্গে আসে না। তবে, নিজেকে দুটোর মধ্যে ব্যালেন্স করে চলতে হয়। গরমকালের বাইক নিয়ে বেরোলে মনে হয়, একটা এসি গাড়ি থাকলে ভালো হতো। পরক্ষণে রাস্তায় রিকশাওয়ালা, ঠেলাওয়ালাদের দেখে বুঝতে পারি যে আমার কাছে পর্যাপ্ত সুখ আছে।”

আরও পড়ুনঃ ‘ওর নাম দর-সোনা! সোনার দর করতে গেছে’, নেশার ঘোরে নাকি স্ত্রীকে ক’টাক্ষ করেছেন তিনি দাবি নেটপাড়ার! ‘আমি এখনও নেশা করে আছি’, ভাইরাল ভিডিও বিতর্কে ট্রোলারদের কড়া জবাব অভিনেতা সৌরভের

উল্লেখ্য, অর্পণের এই ছবিতে রাপ্পার বিপরীতে দেখা যাবে অভিনেত্রী অলিভিয়া সরকারকে, যিনি ‘ডলফিন’ চরিত্রে অভিনয় করছেন। সুযোগ বন্দ্যোপাধ্যায়ের গল্পের হাস্যরস, বুদ্ধি আর রহস্য মিশে তৈরি এই সিনেমা দর্শকদের নতুন এক অভিজ্ঞতা দেবে বলেই মনে করছে টিম। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে রাপ্পার নতুন লুক, যা দেখে অনেকেই বলছেন— এই প্রজন্মের জন্য রাপ্পা রায় যেন আরও কাছের হয়ে উঠছে। সব মিলিয়ে কমিকের পাতা পেরিয়ে রাপ্পার এই রূপান্তর ঘিরে এখন থেকেই জমে উঠেছে প্রত্যাশার আবহ।