“রুক্মিণী নয়, দেবের সঙ্গে একমাত্র মানায় শুভশ্রীকেই!”— ‘দেশু’কে ঘিরে কলকাতার রাজপথে দর্শকদের উচ্ছ্বাস! মুক্তির আগেই ভাইরাল ‘ধূমকেতু’, বড়পর্দায় কালই আসছে সোনালি দিনের জুটি!

টলিউডপ্রেমীদের মনে আবারও ফিরল পুরনো দিনের আবেগ। দীর্ঘ ন’বছর পর বড়পর্দায় একসঙ্গে ফিরছেন দেব ও শুভশ্রী, (Dev-Subhashree) বরং বলা ভালো ‘দেশু’ (Desu) জুটি। বহু প্রতীক্ষার পর আগামীকাল, অর্থাৎ ১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত)। ‘ধূমকেতু’ (Dhumketu ছবির ট্রেলার লঞ্চের দিন নজরুল মঞ্চে ‘ঘুম-ঘুম এই চোখে’ গানে দেব-শুভশ্রীর নাচ, খুঁনসুটি, হাসি-মজা আর প্রকাশ্যে ফ্লার্টের মুহূর্ত ইতিমধ্যেই ঝড় তুলেছে। দর্শকদের কাছেও এই জুটি যেন এক অনন্ত নস্টালজিয়ার গল্প— যেখানে সিনেমা মানেই আবেগ, আর দেব-শুভশ্রী মানেই এক সময়ের রূপকথা।

মুক্তির আগে থেকেই বক্স অফিসে চমক দেখাচ্ছে ‘ধূমকেতু’। অজন্তা সিনেমাহলের মালিক জানিয়েছেন, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ছবিটির ৪০০টিরও বেশি শো নির্ধারিত হয়েছে, এবং প্রতিদিন সেই সংখ্যা বাড়ছে। ১১ অগাস্ট পর্যন্ত হিসেব অনুযায়ী, বাংলা ছবি হয়েও দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ অগ্রিম টিকিট বিক্রিতে পিছনে ফেলেছে ‘ওয়ার ২’ ও রজনীকান্তের ‘কুলি’-কে। যেখানে ওয়ার ২ বিক্রি করেছে প্রায় সাড়ে পাঁচ হাজার টিকিট, সেখানে ‘ধূমকেতু’-র বিক্রি পেরিয়েছে ২১ হাজারের বেশি। বাংলা সিনেমার এমন সাফল্যে খুশি পরিচালক থেকে শুরু করে পুরো টিম।

এদিকে শুধু ছবি নয়, দীর্ঘ এক যুগ পর দেব-শুভশ্রী একসঙ্গে বড়পর্দায় ফেরার খবরে দর্শকদের উত্তেজনাও তুঙ্গে। এই নিয়ে কি বলছেন দর্শকরা? কতটা উৎসাহী তারা দেব-শুভশ্রীকে নিয়ে? একটি সংবাদ মাধ্যমের তরফে কলকাতার রাজপথে দৈনন্দিন পথচারীদের জিজ্ঞেস করা হলো ধূমকেতু নিয়ে তারা কতটা উৎসাহী? তার সঙ্গে দীর্ঘ এক যুগ পর দেব-শুভশ্রী ফিরছে পর্দায়, মাঝের সময়টায় একাধিক নতুন এবং পুরোনো অভিনেত্রীদের সঙ্গে দেবকে বড়পর্দায় দেখা গেছে, দেবের সঙ্গে কাকে নায়িকা হিসেবে বেশি মানায়? অধিকাংশ মানুষের মতে শুধু পর্দায় না,

বরং বাস্তব জীবনেও রুক্মিণী নয় দেবের সঙ্গে একমাত্র মানায় শুভশ্রীকেই! উল্লেখ্য টলিউডে একসময় সেরা জুটির সঙ্গে প্রেমিক-প্রেমিকাও ছিলেন দেব-শুভশ্রী। পরে ব্যক্তিগত মতবিরোধের কারণে দুজনের পথ আলাদা হয়ে যায়, এমনকি একসঙ্গে ছবি তো দুরস্থ কথাও বলেননি তাঁরা একে অপরের সঙ্গে। শুভশ্রী জীবনসঙ্গী হিসেবে রাজ চক্রবর্তীকে বেছে নেন, এবং দেব রুক্মিণীকে। সংবাদ মাধ্যমকে এদিন অনেকেই বললেন, দেব-শুভশ্রীকে আবার একসঙ্গে দেখা মানে শৈশবের দিন ফিরে পাওয়া। আবার অনেকের কাছে এই ছবি যেন এক বড় উৎসব।

আরও পড়ুনঃ “এবার আমার ‘মা’ও ওপারে চলে গেলেন, সত্যিই মাতৃবিয়োগের কষ্ট অপূরণীয়!”— ‘মা’ বাসন্তী চট্টোপাধ্যায়কে হারিয়ে ভেঙে পড়লেন ভাস্বর! ছোটপর্দার ‘মা’-কে হারানোর পর কী বললেন অভিনেতা?

কেউ আবার বলেছেন, এখন আর সেই আগের দেব-শুভশ্রী নেই বরং তারা অনেক পরিণত এবং সংযত অতীতের তুলনায়। তাই রোমান্টিক ছবি না করে যদি ভবিষ্যতে একসঙ্গে অন্যরকম কোনও ছবি করেন তাহলে ভালো লাগবে। তবে যে ধারার গল্পই হোক না কেন, এই জুটির নাম শুনলেই দর্শকদের মনে জেগে ওঠে এক অন্য রকম আবেগ। আর সেই আবেগই ‘ধূমকেতু’-র জন্য তৈরি করছে বিশেষ এক প্রত্যাশা। সব মিলিয়ে, মুক্তির আগেই যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। এখন শুধু একদিনের অপেক্ষা, ১৪ অগাস্টে ফের একবার বড়পর্দায় নামবে সেই নস্টালজিয়ার ধূমকেতু।