তৃণমূল দিচ্ছেনা পাত্তা, রাজনীতি ছেড়ে এবার হাঁটুর বয়সী অভিনেত্রীর প্রেমে মজলেন বাবুল সুপ্রিয়! হঠাৎ কী হলো?

শিরোনাম পড়ে চমকে উঠলেন তো? ভাবছেন এত বড় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কী করে এভাবে জড়াতে পারেন? মন্ত্রীত্ব খোয়ানো, দলবদল এসবের মাঝে পড়ে বেশ টালমাটাল পরিস্থিতিতে ছিলেন বাবুল। সেখান থেকেই কি তাহলে মনবদল করতে এই সিদ্ধান্ত তাঁর?

আসলে যেমন ভাবছেন এই বিষয়টি তেমনটা নয়। টলিপাড়ায় কানাঘুষো শোনা গেলো যে পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তীর অনুরোধেই নাকি অভিনয়ে কামব্যাক করছেন। চরিত্র ছোট হোক বা বড়, বাবুলের অভিনয় প্রতিভা যে মানুষের মন জয় করেছে তা বলাই বাহুল্য। কিন্তু কোন সিনেমা নয়, এবার সিরিয়ালে ফিরছেন তিনি। রাজের প্রযোজনা সংস্থার তরফে শীঘ্রই নাকি নতুন সিরিয়াল শুরু হবে, আর তাতে অভিনয় করতে দেখা যাবে বাবুলকে। তিনি অভিনয় করবেন নায়কের চরিত্রে। অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়ের বিপরীতে দেখা যাবে বাবুলকে। ‘সাঁঝের বাতি’ সিরিয়ালের প্রথম ও দ্বিতীয় সিজনে চারু ও চিকু্র চরিত্রে বেশ প্রশংসা অর্জন করেছেন দেবচন্দ্রিমা।

সিরিয়ালের নাম কী সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে দুজনেরই লুক টেস্ট হয়ে গেছে এমনটা শোনা গেল। অসমবয়সী প্রেমের কাহিনি ফুটিয়ে তুলবেন তাঁরা দুজনে। আবার এও শোনা যাচ্ছে যে শুধুই অভিনয় নয়, বাবুলের একটি গানও থাকবে সিরিয়ালে। এখন দেখার পালা এই জুটিকে দর্শক কীভাবে নেয়।

You cannot copy content of this page