ইন্ডাস্ট্রিতে পঁচিশ বছর পার করে ফেললেন তিনি। বাংলা ধারাবাহিকের জনপ্রিয় ছাপ রেখেছেন। আবার বাম রাজনীতিতেও অবাধ আনাগোনা। এ সবের বাইরে বাদশা মৈত্র ঠিক কেমন জীবনযাপন করছেন? এক বিশেষ সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাতকারে ধরা দিলেন বাদশা।
প্রথমেই প্রশ্ন করা হয় ২৫ বছরে কতটা পাল্টেছে ধারাবাহিকের পরিবেশ? তিনি যখন জন্মভূমি দিয়ে কাজ শুরু করেন সেই সময় এত চ্যানেল ছিল না তাই প্রতিযোগিতাও ছিল না এত।
যে দ্রুততায় এখন শুটিং হয় তাতে তাঁর মতে নিখুঁতভাবে কাজ করার সুযোগ নেই। তবে এখন কেনো বাদশাকে সিনেমায় কম দেখা যায় সেই উত্তরে তিনি বলেন যে অভিনয়ের মধ্যে দিয়ে নানা চরিত্র ফুটিয়ে তোলার ইচ্ছে ছিলো তাঁর। কিন্তু সে সুযোগ পাননি।
এদিকে কাজ না পাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শগত পরিচয় তো একটা ব্যাপার আছেই বলে মনে হয় তাঁর। টলিউডে এখনও পেশাদারিত্বের বড্ড অভাব কারণ সেই জায়গায় রাজনীতির জল ঢুকে গেছে বলে মনে হয় তাঁর।
এই মুহূর্তে ধারাবাহিক ‘ধুলোকণা’য় কাজ করছেন তিনি। ওটিটি-র জন্য একটা শুটিং করে এলেন পুরুলিয়ায়। তবে অভিনয়ের বাইরে বিশেষ গসিপ কেনো তাঁকে নিয়ে শোনা যায় না সেই উত্তরে তিনি বলেন যে গসিপ তাঁদের নিয়েই রটে যায় যাঁরা নিজেরা সেগুলি রটাতে চায়। তাঁর মতে এই পেশায় প্রচারের আলোয় থাকতে অনেককে অনেক কিছু করতে হয়। তবে তিনি নিজের ব্যক্তিগত সম্পর্ককে ব্যক্তিগত রাখতে পছন্দ করেন।