ছোটপর্দায় অভিনয় যাত্রা শুরু করলেও বড়পর্দায় এসেই বাজিমাত করেছেন ইধিকা পাল (Idhika Paul)। প্রথম ছবিতেই দুই বাংলার দুই সুপারস্টারের সঙ্গে কাজ করে নজর কেড়েছেন তিনি, ছবিগুলোও হয়েছে সুপারহিট! টলিউডে তিনি ‘কিশোরী’ নামেই বেশি পরিচিত। সদ্য মুক্তিপ্রাপ্ত ঈদের ছবি ‘বরবাদ’ (Borbad)-এ ওপার বাংলার সুপারস্টার শাকিব খানের (Shakib Khan) বিপরীতে অভিনয় করে আলোচনায় রয়েছেন ইধিকা। এদিকে, টলিউডে দেবের (Dev) বহু প্রতীক্ষিত ছবি ‘রঘু ডাকাত’ (Raghu Dakat)-এও থাকছেন তিনি। শুধু তাই নয়, ‘খাদান’ (Khadaan) ছবির সম্প্রতি ১০০ দিন পূর্ণ করায়, পুরো টিমের সঙ্গে উদযাপনে অংশ নিয়ে কেক কেটে এই বিশেষ মুহূর্ত স্মরণীয় করে রাখলেন তিনি।
এই উদযাপনী অনুষ্ঠানে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইধিকা তুলে ধরেন ব্যক্তিগত জীবনের কিছু ভালোলাগা ও মন্দলাগা। প্রথমেই প্রশ্ন করা হয় খাদানের এরকম সাফল্যে তিনি ঠিক কতটা খুশি? উত্তরে ইধিকা বলেন, “কথায় বলে বোঝানো যাবে না ঠিক কতটা খুশি! আমরা অনেক আশা, ভরসা ও পরিশ্রম দিয়ে তিল তিল করে তৈরি করেছি এই ছবি। সেটি যে আজকে ১০০ দিন পরেও লোক এত ভালবাসছে, এর থেকে আনন্দের কিছু হতে পারে না।” এরপর প্রশ্ন আসে ঈদে মুক্তি পেল বরবাদ, তাই নিয়ে কি দুশ্চিন্তা?
উত্তরে অভিনেত্রী বলেন, “দুশ্চিন্তাও যেমন আছে উত্তেজনাও তেমন আছে আর অনেকটা আছে খুশি! তার কারণ আগে আমাকে দর্শকেরা যেমন চরিত্রে দেখেছেন এটি সম্পূর্ণ ভিন্ন রকমের, আশাবাদী দর্শকের এবারও অনেক পছন্দ হবে।” এরপর একেবারে ব্যক্তিগত কিছু প্রশ্নের জবাব দেন তিনি, যেমন ছবি বা অভিনয়ের ক্ষেত্রে বিভিন্ন রকম পোশাক পরতে হলেও অভিনেত্রীকে যদি ভারতীয় বা পাশ্চাত্য পোশাকের মধ্যে বেছে নিতে হয়, তবে তিনি ভারতীয় পোশাককেই বাছবেন, বিশেষ করে শাড়ি।
নিজ প্রজন্মে প্রচুর জনপ্রিয় নায়কের দেখা মিলেছে এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে, তাদের মধ্যে কাকে সবচেয়ে বেশি পছন্দ ইধিকার? সবাইকে অবাক করে ইধিকা বলেন, “মহানায়ক উত্তম কুমারকেই আমার চিরকাল বেশি পছন্দ। তবে এখনকার কিছু নায়ক কে ভালো লাগলেও বিশেষভাবে বলা যাবে না কাকে।” এই প্রশ্নের উত্তর নিয়ে ধোঁয়াশায়ই রেখে দিলেন অভিনেত্রী। ইধিকা জানান তার পছন্দের সিনেমা “কাল হো না হো” আর পছন্দের তারকা জুটি কে? জানতে চাইলে কিছুক্ষণ স্তব্ধ থেকে উত্তর দেন, “নিঃসন্দেহে শাহরুখ খান আর কাজল।”
ইন্ডাস্ট্রির সবচেয়ে যোগ্য বলে কাকে মনে করেন? অভিনেত্রীর মতো শ্রীদেবীর মতো আর কেউ হবে না। এরপরেই গুগলির মতো প্রশ্ন আসে অভিনেত্রীর কাছে, দুই বাংলা থেকেই যদি তার কাছে একই সময়ে ছবির প্রস্তাব আসে কোনটিকে এগিয়ে রাখবেন? উত্তরে ইধিকা বলেন, “নিঃসন্দেহে দুজনকেই সমান সময় দেব ঠিকমতো দিন বেছে।” এরপর জানতে চাওয়া হয় যদি দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে ও বাংলা ইন্ডাস্ট্রি থেকে সুপারহিট নায়কের বিপরীতে ছবির প্রস্তাব পান তাহলে কোনটিকে বেছে নেবেন? উত্তরে অভিনেত্রী বলেন, “নিঃসন্দেহে বাংলা সবসময়।”
পর্দার কিশোরী মা কে উৎসর্গ করে কি গান গাইতে চান? ইধিকা জানান “মেরি মা, পেয়ারী মা, মাম্মা!” কিশোরীর জীবনে কি কোনো বিশেষ বন্ধু আছে? উত্তর মেলে আপাতত তিনজন বেস্ট ফ্রেন্ড রয়েছে তারাই বলতে গেলে বিশেষ। কিশোরীর পছন্দের ফুল কি? জানতে চান সাংবাদিক। অভিনেত্রী তরফে উত্তর আসে “লাল গোলাপ!” জীবনের সবচেয়ে ইমব্বারেসিং মোমেন্ট কি?জানতে চাওয়া হয় এবার। উত্তরে অভিনেত্রী বলেন, “শাড়ি পড়তে ভীষণ পছন্দ করি। একবার শাড়ি পরে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গিয়েছিলাম।”
আরও পড়ুনঃ কাজ হারা জনপ্রিয় অভিনেত্রী তনিমা সেন! উপার্জনের দায়ে বেছে নিলেন বিকল্প পেশা! এবার কি করবেন অভিনেত্রী?
স্মৃতির পাতা থেকে মুছতে হলে কোন দিনটিকে মুছে দিতে চান?উত্তর মেলে কোনদিন কেই তিনি মুছে দিতে চান না বরং খারাপ দিনগুলোকেও শিক্ষনীয় হিসেবে রেখে দিতে চান স্মৃতির পাতায়। জীবনের সবচেয়ে স্মরণীয় দিন কোনটি? জানতে চাওয়া হলে ইধিকা স্বতঃস্ফূর্তভাবে উত্তর দেন, “আজকের দিনটা, এই দিনের মাহাত্ম্য আমার কাছে সারা জীবন থেকে যাবে!” সবমিলিয়ে বলাই যায় ইধিকা পাল এখন দুই বাংলার ‘নিউ সেন্সেশন!’