বর্তমান, সময়ে বাংলার নাট্য জগতের কিছুটা হলেও মুখ ভার। সম্প্রতি জানা গেছে, থিয়েটার দুনিয়ার অন্যতম বর্ষিয়ান অভিনেতা তথা নাট্যব্যক্তিত্ব অরুণ মুখোপাধ্যায় (Arun Mukhyopadhya) গুরুতর অসুস্থ। জানা গিয়েছে চলতি মাসের ৯তারিখে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেতা।
তবে, এখন কেমন আছেন তিনি? অরুণ বাবুর ছেলে অর্থাৎ সুজন নীল মুখোপাধ্যায়ের থেকে খোঁজ নিয়ে জানা গেছে, সেদিন বাড়িতে অসুস্থ হওয়ার কারণে তড়িঘড়ি করে অরুণ মুখোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করিয়ে একাধিক শারীরিক পরীক্ষা করানো হয়।
পরবর্তীকালে, পরীক্ষার মাধ্যমে জানতে পারা যায় অভিনেতার হার্টে দুটি ব্লকেজ রয়েছে। অভিনেতার বয়সের কথা মাথায় রেখে চিকিৎসকরা দ্রুতই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। গতকাল অর্থাৎ ১০ তারিখ দুপুরবেলা নাগাদ অস্ত্রপ্রচার করে অভিনেতার হার্টে দুটি স্টেন্ট বসানো হয়েছে।
বর্ষিয়ান অভিনেতার বয়স ৯০ পেরিয়ে যাওয়ায় নানান অসুস্থতার কারণে নিয়মিত ওষুধ খান। তবে, সুজন নীলের বাবা এখন কিছুটা হলেও স্থিতিশীল রয়েছে। ভালো রয়েছেন অভিনেতা। অরুণ বাবু বর্তমানে আইসিইউ-তে রয়েছে।
আরও পড়ুনঃ শাসক দলের বিরুদ্ধে মুখ খুলে একদিন কাজ হারিয়েছিলেন! মহাষ্টমীর দিন গরুর মাংস রান্না করতে চেয়েও এবার হিন্দুবাদী আরএসএস মঞ্চে অভিনেত্রী দেবলীনা!
সুজন নীল আরও জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আজ কিংবা কালকের মধ্যে কিংবদন্তী শিল্পীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। প্রসঙ্গত চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই ছিল অরুণ মুখোপাধ্যায়ের জন্মদিন। যদিও সেই সময় কোনো এক ব্যক্তি অভিনেতার ফটো দিয়ে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেন তিনি মারা গেছেন। যদিও এই ভুল তথ্যের তীব্র প্রতিবাদ করেন অভিনেতা সুজন নীল মুখোপাধ্যায়।