কোনমতে প্রাণে বেঁচে ফিরলেন জনপ্রিয় ইউটিউবার! ট্রাকের ধাক্কায় ভেঙে চুরমার গাড়ি

একটু জন্য প্রাণে বেঁচে ফিরল টেলি অভিনেত্রীর হবু বরসহ তাঁর শাশুড়ি। কথায় আছে, বিধাতার মার থেকে কেউ বাঁচতে পারবে না। কপালে যদি বিপদ লেখা থাকে তাহলে তা ঘটবে। এই মুহূর্তে সবথেকে বড় খবর টেলি অভিনেত্রী অনন্যা গুহর প্রেমিকের গাড়ির সঙ্গে একটা এক্সিডেন্ট হয়েছে। অভিনেত্রী প্রেমিক হলেন বাংলার অতি পরিচিত মুখ, নাম সুকান্ত কুন্ডু (Sukanta Kundu)। পেশায় ইঞ্জিনিয়ার হলেও তিনি এখন বাংলার সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় অতিপরিচিত ইউটিউবারও বটে।

কিছুদিন আগেই এই সুকান্তর ভ্লগের মাধ্যমে জানা গেছে অভিনেত্রী অনন্যা এবং তিনি একে অপরের সঙ্গে আংটি বদলের মাধ্যমে সামাজিকভাবে সম্পর্কে বাঁধা পড়তে চলেছেন। এই প্রসঙ্গে দুই পরিবারের মধ্যে প্রস্তুতিও তুঙ্গে। এছাড়া এই ছুটির জীবনের নানান খুঁটিনাটি বিষয় সমস্তটাই জানা যায় সুকান্তর ভ্লগের মাধ্যমে। এরমধ্যেই জানা জানা গিয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে কোন এক মঙ্গলবারে বাগদান পর্ব সারতে চলেছে এই তারকা জুটি।

কিন্তু এই খুশির আবহাওয়া এর মধ্যে ঘটে গেল এক অঘটন। ঘটনাটি ঘটে সোমবার রাতে গড়িয়া ঢালাই ব্রিজের কাছে সুকান্তর গাড়িতে এক্সিডেন্ট হয়। একটি বড় ট্রাক এসে সুকান্তর গাড়ি কে সজোরে ধাক্কা মারে। গাড়ির সামনের প্রায় অনেকটা অংশ ভেঙে চুরমার হয়ে যায়। এক্সিডেন্ট হওয়াকালীন সুকান্ত বসেছিল ড্রাইভিং সিটে। বাড়ির গাছের পেট্রোল পাম্পে ঘটে এই ঘটনাটি।

অভিনেতা সমাজ মাধ্যমের ভিডিও থেকে জানা যায়, প্রাথমিকভাবে বন্ধু অভিনেতা সাহেবের মাকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলেন সুশান্ত। এরপর তাদেরকে বাড়ি ছেড়ে নিজের বাড়ির কাছের পেট্রোল পাম্পে তিল ভরাতে যাচ্ছিলেন এই ইউটিউবার। খুব স্বাভাবিকভাবেই রাস্তার সিগন্যালে দাঁড়িয়ে ছিল গাড়িটি। কিন্তু সিগনাল ছাড়া মাত্রই ঘটে গেল বিপত্তি। ঠিক সেই সময়তেই একটা ট্রাক এসে ধাক্কা মারে সুশান্তর গাড়িতে। তারপরে তড়িহরি করে স্থানীয় বাসিন্দাদের সাহায্য নিয়ে ট্রাক ড্রাইভারকে আটক করা হয়।

এই বিষয়ে সুশান্ত জানিয়েছে, “আমি হর্ন মারছি, দেখছি আমাকে গাড়িটা পুরো চেপে দিল। পেট্রোল পাম্পের লোকেরা অনেক সাহায্য করেছে। আমি ঠিক আছি, তবে অনেক কিছু ঘটে যেতে পারত”। তিনি আরও বলেন, “একটা ক্লেম নেওয়া হয়েছে, তবে গাড়িটার পিছনে যা খরচ তার অর্ধেকও পাইনি ট্রাক ড্রাইভার। কিন্তু ড্রাইভারের পক্ষে তো ওতো টাকা দেওয়াও সম্ভব নয়। আমার আর ঝামেলা করতে ভালো লাগছি না”।

এই ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই অভিনেত্রী অনন্যা সরাসরি শুটিং থেকে চলে আসে সুকান্তর বাড়িতে এবং বলেন, “দেখো আমি থাকলে কিন্তু এমনটা হয় না তোমার সঙ্গে। তুমি একা থাকলে যা খুশি করো। তোমার দোষ না থাকলেও ট্রাক ড্রাইভারটাকে তোমার দেখা উচিত ছিল”। এসে পৌঁছান অভিনেতা সায়কও।

আরও পড়ুনঃ শেষ হল হরগৌরীর যাত্রা! কাজের কারণে নিজের জন্য একটুও সময় দেন না মা! অভিযোগ নিয়েও মায়ের প্রশংসায় পঞ্চমুখ দুই মেয়ে!