শেষ হল হরগৌরীর যাত্রা! কাজের কারণে নিজের জন্য একটুও সময় দেন না মা! অভিযোগ নিয়েও মায়ের প্রশংসায় পঞ্চমুখ দুই মেয়ে!

নীলাঞ্জনা শর্মা একজন ভারতীয় অভিনেত্রী এবং পরিচালক। তার পরিচালনায় স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক ‘তোমায় আমায় মিলে’ কুড়িয়েছিল হাজার হাজার দর্শকের ভালোবাসা। বর্তমানে স্টার জলসার আর এক জনপ্রিয় ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’-ও তার পরিচালনাতেই নির্মিত।

নীলাঞ্জনা শর্মা এবং যীশু সেনগুপ্তের দুই কন্যা, সারা ও জারা, তাঁদের মায়ের প্রতি গভীর স্নেহ ও সমর্থন প্রদর্শন করে চলেছেন। সারা, যিনি মডেলিংয়ে প্রতিষ্ঠিত এবং সৃজিত মুখোপাধ্যায়ের ‘উমা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন, মায়ের পরিশ্রম ও অধ্যবসায়ের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, “আমরা আমাদের মায়ের জন্য গর্বিত। দিন নেই, রাত নেই মাকে পরিশ্রম করতে দেখি। মা ভীষণ ব্যস্ত। এমনও হয়েছে যে রাত তিনটের সময়, চারটের সময়ও মা কাজ সেরে বাড়ি ফিরেছে।”

জারা, যিনি বর্তমানে ষষ্ঠ শ্রেণিতে পড়ছেন, তিনিও মায়ের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন এবং মায়ের পাশে থাকার চেষ্টা করেন। সম্প্রতি, ‘হরগৌরী পাইস হোটেল’ সিরিয়ালের শেষ দিনের শুটিংয়ে সারা ও জারা দুজনেই মায়ের পাশে ছিলেন, যা তাঁদের পারিবারিক বন্ধনের প্রমাণ।

এছাড়াও, নীলাঞ্জনা শর্মা তাঁর মেয়ে সারার ১৯তম জন্মদিনে ইনস্টাগ্রামে একটি আবেগপূর্ণ বার্তা শেয়ার করেন, যেখানে তিনি সারার প্রতি তাঁর ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন। এই সমস্ত ঘটনা প্রমাণ করে যে সারা ও জারা তাঁদের মায়ের প্রতি গভীর স্নেহ ও সমর্থন প্রদর্শন করে চলেছেন, যা তাঁদের পারিবারিক বন্ধনকে আরও মজবুত করেছে।

আরও পড়ুনঃ গাড়ি থেকে কে নামছে সেটা গুরুত্বপূর্ণ, গাড়িটা কত দামী সেটা নয়! জীবন চালানোর জন্য যতটুকু স্বাচ্ছন্দ্য প্রয়োজন সেইটুকুতেই আমি বিশ্বাসী, অকপট কৌশিক গাঙ্গুলী

১৮ই জানুয়ারি ৭৬৭ পর্ব নিয়ে শেষ হয়েছে হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকের শেষ দিনের শুটিং। সেখানে উপস্থিত ছিলও নীলাঞ্জনার দুই মেয়ে সারা ও জারা। মায়ের সম্পর্কে তাদের কাছে জানতে চাওয়া হলে প্রশংসায় পঞ্চমুখ দুই মেয়ে। সেখানেই মাকে নিয়ে তারা কতটা গর্ববোধ করেন সে কথাও জানালেন। বড়ো মেয়ে সারা জানালেন যে কাজের মধ্যে নিজের সবটা দিতে গিয়ে নিজের যত্নই করতে ভুলে যান তিনি। সেই জন্যে নিজের প্রতি মাকে যত্নশীল হওয়ার বার্তাও দিলেন সারা।