পেয়েছিল ভিকি কৌশলের সঙ্গে কাজ করার সুযোগ! কিন্তু ছেড়ে দিতে হলো আর্শিয়া ‘ভুতু’কে, কিন্তু কেন?
২০১৬ সালে টেলিভিশনের পর্দায় ধারাবাহিক ভুতুর মাধ্যমে বিখ্যাত হয়ে ওঠে অভিনেত্রী আর্শিয়া মুখোপাধ্যায়। শিশু চরিত্রে অভিনয় করেছে সে। কিন্তু সেই অভিনয়ের মাধ্যমে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছে আর্শিয়া।
সেই সময়ে পাচঁ বছরের ছোট্ট মেয়ে ছিল সে। আর আজ ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। অনেকটাই বড় হয়ে গিয়েছে সে। তবে দর্শক ভোলেনি তাকে।
বিডি মেমোরিয়াল ইন্টারন্যাশনালে পড়াশোনা করে আর্শিয়া। ছোট থেকে অভিনয়ের প্রতি ঝোঁক ছিল। একটা সময় নাকি সুযোগ হয়েছিল বলিউড অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে এক ছবিতে কাজ করার। কিন্তু সেই সুযোগ হাতছাড়া হয়ে যায় তার। এর কারণ মহামারী। এত ভালো সুযোগ পেয়েও যখন সেই সুযোগ হারাতে হলো তাতে বেশ মন খারাপ হয়েছিল আর্শিয়ার। আসলে সে যশরাজ ফিল্মসের একটি ছবির জন্য অডিশন দিয়েছিল।
View this post on Instagram
সঙ্গে সঙ্গে সুযোগ পেয়ে যায়। মুম্বইতে কাজ পাওয়া কঠিন। তবে তার ক্ষেত্রে ব্যাপারটা এমনটা হয়নি। কাস্টিং ডিরেক্টররা সেই সময়ে মহামারীর কারণে ডিজিটাল ইন্টারভিউ নিয়েছিলেন। সেই সময় বেছে নেওয়া হয়েছিল এই শিশু শিল্পীকে।
শুধু ভিকি কৌশল নয়, সেই সঙ্গে মানুষী চিল্লারের অভিনয় করার কথা ছিল। তবে আর্শিয়া সেই সময়ে ছিল কলকাতায়। আর মহামারীর কারণে মুম্বাই গিয়ে শুটিং করা তার পক্ষে সম্ভব ছিল না।
View this post on Instagram