টলিউডের অভিজ্ঞ অভিনেতা চন্দন সেনকে তো সবাই চেনেন। অভিনয়ে যেমন দক্ষ, তেমনই দর্শকদের কাছে তাঁর জনপ্রিয়তাও ব্যাপক। কিন্তু সেই জনপ্রিয়তাই এখন তাঁর জন্য বিপদ ডেকে এনেছে! সম্প্রতি জানা গেছে, সমাজমাধ্যমে চন্দনের নামে এক নয়, তিন-তিনটে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই ঘটনা জেনে স্বাভাবিকভাবেই হতবাক অভিনেতা।
বর্তমানে চন্দন ব্যস্ত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবির শুটিং নিয়ে, যেখানে তিনি নায়ক জিতের বিশেষ সহকারী চরিত্রে অভিনয় করছেন। শুটিংয়ের ফাঁকেই তিনি জানান, “আমি হোয়াটসঅ্যাপ ছাড়া আর কিছুই ব্যবহার করি না।” অথচ তাঁর নামে ভুয়ো প্রোফাইল থেকে নাকি বন্ধুত্বের অনুরোধ ও বার্তা পাঠানো হচ্ছে পরিচিতদের কাছে।
অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় ও পরিচালক বৌধায়ন মুখোপাধ্যায় জানান, তাঁরাও চন্দনের নামে প্রোফাইল থেকে বন্ধুত্বের বার্তা পেয়েছেন। এখানেই শেষ নয় — চন্দনের পরিচিত বেশ কিছু মহিলার ইনবক্সেও নাকি বার্তা পাঠানো হয়েছে ঐ ভুয়ো অ্যাকাউন্ট থেকে। এই ঘটনায় অস্বস্তি প্রকাশ করেছেন অভিনেতা নিজে।
চন্দন জানান, “এর আগেও একবার এমন ভুয়ো অ্যাকাউন্ট তৈরি হয়েছিল, তখন শান্তিলালের ছেলে সেটা বন্ধ করে দিয়েছিল। কিন্তু এবার তো তিনটে!” বিষয়টি এবার গুরুত্ব সহকারে দেখছেন তিনি। ইতিমধ্যেই কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার অলোক সান্যালের সঙ্গে যোগাযোগ করেছেন চন্দন, এবং তদন্ত শুরু হয়েছে বলে খবর।
আরও পড়ুনঃ অভিনেতা চন্দন সেনের তিন-তিনটে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট! ভুয়ো অ্যাকাউন্ট থেকে মহিলাদের ইনবক্সে বন্ধুত্বের বার্তা! ঘটনা কী?
এই ঘটনার পর অভিনেতা হালকা রসিকতায় বলেন, “আমার নিয়ে খবর ছাপা হলে গালাগালি পড়ে কমেন্টে, বন্ধুরা স্ক্রিনশট দেখায়। তখনই বুঝি, আমি সত্যিই বেশ জনপ্রিয়!” তবে এই ‘জনপ্রিয়তা’-র এমন বিপজ্জনক দিক যে এভাবে সামনে আসবে, তা হয়তো ভাবেননি চন্দন সেন নিজেও।






