জবর খবর! ‘চিরদিনই তুমি যে আমার’ থেকে বাদ পড়েছেন জিতু! নতুন আর্য হিসেবে আসছেন রণজয় বিষ্ণু? দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ সাম্প্রতিক সময়ে বিতর্ক, মতবিরোধ আর উত্তেজনার এক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শুটিং সেটের ভেতরের অশান্তি ধীরে ধীরে বাইরে ছড়িয়ে পড়ে, যা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। দর্শকেরাও দিন দিন অধৈর্য হয়ে ওঠেন, কারণ নায়ক-নায়িকার বিরোধ যেন গল্পের থেকেও বেশি চর্চিত হয়ে উঠেছিল।

বিতর্ক আরও তীব্র হয় যখন নায়ক জিতু কমল প্রকাশ্যে অভিযোগ করেন যে, সহ-অভিনেত্রী দিতিপ্রিয়ার অসহযোগিতা তাঁর কাজের গতি নষ্ট করছে। তিনি জানান, অসুস্থ থাকলে সহানুভূতি পাওয়া থেকে শুরু করে ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি– সবই তাঁর পেশাদার জীবনে প্রভাব ফেলছে। অন্যদিকে দিতিপ্রিয়া জানিয়ে দেন, সবকিছুই স্বাভাবিক আছে এবং অতিরিক্ত কোনও সমস্যা নেই। দুইজনের বিপরীত অবস্থান পরিস্থিতিকে জটিল করে তোলে এবং সিরিয়ালের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠতে থাকে।

অবস্থা সামাল দিতে প্রযোজনা সংস্থা এসভিএফ আয়োজন করে তিন ঘণ্টার বৈঠক। কিন্তু দীর্ঘ আলোচনা শেষেও কোনও স্পষ্ট সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। ধারাবাহিক বন্ধ হবে কি না, নায়ক-নায়িকা বদল হবে কি না– তার কোনও নিশ্চয়তা না মিললেও দর্শকদের কৌতূহল আরও বেড়ে যায়। সামাজিক মাধ্যমে শুরু হয় তর্ক-বিতর্ক; কেউ জিতুর সমর্থনে, কেউ আবার দিতিপ্রিয়ার পাশে দাঁড়ান।

ঠিক এই সময়েই সামনে আসে সবচেয়ে আলোচিত খবরটি। জানা যায়, আর ‘আর্য’ চরিত্রে দেখা যাবে না জিতু কমলকে। আর এ জায়গাতেই উঠে আসছে এক নতুন নাম– রণজয় বিষ্ণু। ‘গুড্ডি’র অনুজ কিংবা ‘কোন গোপনে মন ভেসেছে’র অনিকেত– রণজয় নিজের অভিনয় দক্ষতায় ইতিমধ্যেই দর্শকের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছেন। অনেকেই মনে করছেন, তাঁকে ‘আর্য’ হিসেবে দেখলে অস্বাভাবিক কিছু লাগবে না, বরং চরিত্রটায় নতুন প্রাণও মিলতে পারে।

আরও পড়ুনঃ পোশাক থেকে সংলাপ, শহর-গ্রামের আমেজ থেকে আচরণ– কোথাও যেন বাংলা ছবির নিজস্ব রংটা ফিকে হয়ে যাচ্ছে, সিনেমা থেকে হারিয়ে যাচ্ছে মাটির টান! বাংলা সিনেমা নিয়ে অকপট কোয়েল মল্লিক

তবে সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গেছে এখনও। সত্যিই কি রণজয়কেই চূড়ান্ত করা হয়েছে? নাকি এই গল্পেও আরও বড় কোনও চমক অপেক্ষা করছে? প্রযোজনা সংস্থা এখনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি, তাই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তবে একটা বিষয় পরিষ্কার, নতুন জুটি আর নতুন সমীকরণের সম্ভাবনায় দর্শকমহলে উত্তেজনা এখন তুঙ্গে। রণজয় বিষ্ণু যদি সত্যিই আসেন নতুন আর্য হয়ে, আপনাদের কেমন লাগবে?

You cannot copy content of this page