পর্দায় ভালোবাসার জন্য আত্ম’হ*ত্যা, অবশেষে বাস্তবে মনের মানুষের হাত ধরে নতুন শুরুতে পার্থ! টেলিভিশনে হার দেখালেও, বাস্তবে প্রেমের জয়! শিগগিরিই বিয়ের পিঁড়িতে বসছেন, সেরে ফেললেন আইবুড়ো ভাত! প্লুটোর হবু স্ত্রীকে চেনেন?

বাংলা টেলিভিশনের পর্দায় সম্প্রতি বেশ আলোচনায় এসেছিল ‘চিরসখা’ (Chiroshokha) ধারাবাহিকের চরিত্র ‘প্লুটো’ (Pluto) অর্থাৎ অভিনেতা ‘পার্থ বেরা’র (Partha Bera) পর্দার মৃ’ত্যু। সেই ঘটনাকে ঘিরে দর্শকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। অনেকেই সমাজ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছিলেন, আবার কেউ কেউ লেখিকার সিদ্ধান্তের সমালোচনাও করেছিলেন। বিতর্ক এতটাই চরমে ওঠে যে, শেষ পর্যন্ত নির্মাতাদেরই লাইভে এসে ব্যাখ্যা দিতে হয় কেন গল্পে এমন দৃশ্য দেখানো হয়েছিল। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই, এবার নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে পর্দার সেই প্লুটো!

এদিন সমাজ মাধ্যমে সকাল সকাল ভাইরাল হওয়া কিছু ছবিতে দেখা যায় পার্থর সঙ্গে রয়েছেন তাঁর হবু স্ত্রী তথা অভিনেত্রী বর্ণিনী চক্রবর্তী! ছবিগুলিতে তাঁদের সাজপোশাক এবং চারপাশের পরিবেশ দেখে স্পষ্ট যে, তাঁরা শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। ছবিতে লাল সুতোর কাজ করা সাদা পাঞ্জাবি পরেছেন পার্থ, আর বর্ণিনীকে দেখা গিয়েছে রূপালি জরির কাজ করা লাল বেনারসী শাড়িতে। লাল ব্লাউজ, লাল টিপ, সোনার গয়নায় বেশ নজরকাড়া লাগছিল জুটিকে।

আয়োজন কিন্তু এখানেই শেষ নয়, বরং ছবির ব্যাকগ্রাউন্ডে দেখা গেল– সাদা-লাল কাপড়, তালপাতার পাখা এবং ফুলের মালা দিয়ে সাজানো। সামনে মাটির থালায় পরিবেশিত হয়েছে নানানা রকমের খাবার। যেমন– ভাত, লুচি, তরকারি, ইলিশ মাছ, মাংস, পোলাও, আমের চাটনি থেকে শুরু করে পায়েস আর রসগোল্লাও ছিল শেষ পাতে। এই দৃশ্য দেখে অনেকেরই মনে হয়েছে, নিশ্চয়ই এটি দু’জনের ‘আইবুড়ো ভাত’-এর আয়োজন। ফলে জল্পনা আরও বেড়ে যায়, সত্যিই কি বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা?

তবে বর্ণিনী নিজেই সেই জল্পনা খানিকটা পরিষ্কার করে দিয়েছেন। ছবিগুলি সমাজ মাধ্যমে শেয়ার করে, তিনি ক্যাপশনে লিখেছেন, “আইবুড়ো ভাতটা তাহলে খেয়েই নিলাম। অসংখ্য ধন্যবাদ ‘স্ট্রিমিংগসকলকাতা’-কে এত সুন্দর আয়োজনের জন্য।” তাঁর এই বক্তব্য দেখে প্রথমে বিয়ের জল্পনাতে সিলমোহর মনে হলেও, আসলে কোনও ফটোশ্যুট বা রেস্তোরাঁর প্রচারের অংশ হিসেবেই এমন আয়োজন হয়েছিল। ফলে বিয়ের খবরের রহস্য আরও ঘনীভূত হয়েছে!

আরও পড়ুনঃ “দেবদা ফের আমাকে বিশ্বাস করেছেন, এবং দেবদা’র ভরসার পাত্র হওয়া আমার কাছে বড় ব্যাপার।”— রঘুডাকাত-এ দেব- ইধিকার জুটি ফের বড় পর্দায় দেখতে মুখিয়ে টলিপাড়া! পর্দার বাইরে কেমন সম্পর্ক খাদান জুটির?

সব মিলিয়ে দর্শকদের কাছে বিষয়টা বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। যাঁরা কিছুদিন আগেই পর্দায় আইবুড়ো ভাতের পরের দিনই প্লুটোর মৃ’ত্যু দেখে হতাশ হয়েছিলেন, তাঁদের কাছে এই নতুন খবর খানিকটা আনন্দের সঞ্চার করেছে। যদিও এটা বিয়ে না ফটোশ্যুট, তা স্পষ্ট নয়, তবে পার্থ বেরা এবং বর্ণিনীর একসঙ্গে উপস্থিতি নিঃসন্দেহে অনুরাগীদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। আপনাদের মতে, কেমন মানিয়েছে দু’জনকে?

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।