বাংলা টেলিভিশন থেকে বড়পর্দা দুই জগতেই নিজের জায়গা তৈরি করতে শুরু করেছেন ইধিকা পাল। ছোটপর্দায় পরিচিতি পাওয়ার পর এই অভিনেত্রী ধীরে ধীরে সিনেমার জগতে পা রাখেন। মিষ্টি চেহারা, সহজ সরল অভিনয় আর পরিশ্রমী মানসিকতার জন্য অল্প সময়েই দর্শকের নজর কেড়েছেন তিনি। টলিউডে একের পর এক বড় সুযোগ এসে পড়ছে তাঁর ঝুলিতে, যা ইধিকার কেরিয়ার গ্রাফকে অনেকটাই উজ্জ্বল করে তুলেছে।
তবে এই সাফল্য এত সহজে আসেনি। টেলিভিশনের ব্যস্ত সময়সূচির বাইরে তিনি সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করেছেন। নিজেকে গড়ে তুলতে যে পরিশ্রম করেছেন, তা আজ বড়পর্দায় তাঁর অবস্থানকে দৃঢ় করছে। অভিনয়ের পাশাপাশি নম্রতা এবং পেশাদারিত্বও তাঁকে আলাদা করে তুলেছে। এ কারণেই ইন্ডাস্ট্রির বড় পরিচালক ও অভিনেতাদের আস্থাভাজন হয়ে উঠছেন ইধিকা।
‘খাদান’ ছবির হাত ধরেই বড়পর্দায় জনপ্রিয়তা পান ইধিকা। দেবের বিপরীতে এই ছবিতে অভিনয় করে তিনি নজর কাড়েন দর্শকদের। ছবিতে কিশোরী গানের জন্য বর্তমানে দর্শক তাকে সেই নামেই চিনে গিয়েছেন। তাঁর নিজের স্বীকারোক্তি অনুযায়ী, এই কাজের পরই মানুষ তাঁকে অন্য চোখে দেখতে শুরু করেছেন।
এবার ‘রঘু ডাকাত’-এ আবারও দেবের সঙ্গে জুটি বাঁধেছেন ইধিকা। এই সুযোগকে তিনি বিশেষ প্রাপ্তি হিসেবেই দেখছেন। ইন্টারভিউতে অভিনেত্রী জানিয়েছেন, “দেবদা ফের আমাকে বিশ্বাস করেছেন, এবং দেবদা- র ভরসার পাত্র হওয়া আমার কাছে বড় ব্যাপার।’’ দেবের মতো সুপারস্টারের আস্থাভাজন হতে পারা তাঁর কাছে এক অনন্য অভিজ্ঞতা। তিনি মনে করেন, এই ভরসাই তাঁকে ভবিষ্যতের পথে আরও শক্তি জোগাবে।
আরও পড়ুনঃ “প্রসেনজিৎ বা জিৎকে কখনও ‘জেন্টস সুপারস্টার’ বলা হয়েছে? শুভশ্রীকে ‘লেডি সুপারস্টার’ কেন বলা হবে!” “স্টার কি শুধু পুরুষরাই! নারীদের ক্ষেত্রে কেন আলাদা ট্যাগ?”— শুভশ্রীকে কেবল ‘সুপারস্টার’ বলার দাবিতে, টলিউডে লিঙ্গবৈষম্য নিয়ে সরব অরিত্র!
সব মিলিয়ে, ইধিকার কেরিয়ার এখন উর্ধ্বমুখী। প্রতিটি কাজের মাধ্যমে তিনি নিজেকে নতুনভাবে প্রমাণ করছেন। ছোটপর্দা থেকে বড়পর্দার এই যাত্রায় তাঁর স্বপ্ন আরও বিস্তৃত হচ্ছে। দেবের সঙ্গে কাজের অভিজ্ঞতা যেমন তাঁকে অনুপ্রাণিত করছে, তেমনই দর্শকদের ভালোবাসা তাঁর আত্মবিশ্বাস বাড়াচ্ছে। আগামী দিনে এই অভিনেত্রীর কাছ থেকে আরও অনেক উল্লেখযোগ্য কাজ দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।