বাংলা বিনোদন জগতের এক উজ্জ্বল নাম চিত্রা সেন (Chitra Sen)। টেলিভিশন থেকে সিনেমা, থিয়েটারের মঞ্চ— সর্বত্রই নিজের অসামান্য অভিনয় দক্ষতায় মুগ্ধ করেছেন দর্শকদের। একসময় ধারাবাহিক শ্রীময়ী, সুবর্ণলতা, খড়কুটো কিংবা সিনেমা এবং থিয়েটারের দাপুটে অভিনয়ে তিনি ছিলেন শীর্ষে। তবে বেশ কিছুদিন ধরেই চিত্রা সেনকে আর পর্দায় দেখা যাচ্ছে না। বর্ষীয়ান অভিনেত্রীর হঠাৎ অন্তরালে চলে যাওয়ায় উদ্বিগ্ন তাঁর ভক্তরা। সম্প্রতি জানা গেল, বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন অভিনেত্রী। আপাতত শুটিং সম্পূর্ণ নিষেধ করেছেন চিকিৎসকরা।
চিত্রা সেনের বয়স প্রায় ৯০ বছর। বার্ধক্যজনিত কারণে তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছেন। কিছুদিন আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই সময়ে পুত্রবধূ এবং নাতি তাঁকে হাসপাতালে নিয়ে যান। জানা যায়, অভিনেতার ছেলে তথা থিয়েটার ব্যক্তিত্ব কৌশিক সেন তখন শহরের বাইরে ছিলেন। হাসপাতালে চিকিৎসার পর আপাতত বাড়িতেই রয়েছেন চিত্রা সেন। তবে শারীরিক দুর্বলতা ও বার্ধক্যজনিত সমস্যা তাঁর স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব ফেলছে।
তাঁর এই অবস্থার কথা জানতে পেরে মন খারাপ তাঁর ভক্তদের। একসময়ে বাংলা চলচ্চিত্র এবং ধারাবাহিক জগতের অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন তিনি। অন্দরমহল, মেয়েবেলা এবং গোধূলি আলাপ-এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তাঁর চরিত্রগুলি দর্শকদের মনে গেঁথে রয়েছে। এত বড় মাপের এক শিল্পীর পর্দার অন্তরাল চলে যাওয়া অনেকেই মেনে নিতে পারছেন না। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত তিনি বাড়িতেই চিকিৎসকদের পরামর্শ মেনে বিশ্রামে রয়েছেন।
চিত্রা সেন শুধু অভিনয় জগতের নয়, থিয়েটারের জগতেও ছিলেন সমান জনপ্রিয়। তাঁর অভিনীত বহু নাটক আজও বাংলা থিয়েটারের ইতিহাসে স্মরণীয়। এমন একজন প্রতিভাবান অভিনেত্রীর বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে অনেকে দুঃখ প্রকাশ করেছেন। তাঁর আরোগ্য কামনা করে ভক্তদের মধ্যে অনেকে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন।
আরও পড়ুনঃ দেবের নায়িকারও লক্ষ্মীর ভান্ডার রয়েছে? পেয়েছেন কন্যাশ্রী প্রকল্পের টাকাও! নায়িকার নাম শুনলে চমকাবেন
চিকিৎসকদের মতে, বয়সজনিত কারণেই চিত্রা সেনের স্বাস্থ্যের অবনতি হয়েছে। শুটিংয়ের মতো চাপ নেওয়ার অনুমতি আপাতত দেওয়া হয়নি। যদিও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর মানসিক অবস্থার উন্নতির জন্য চেষ্টা করা হচ্ছে। তাঁকে আরও কিছুদিন পর্দায় দেখা যাবে কি না, তা এখনও অনিশ্চিত। তবে ভক্তদের আশা, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও নিজের অসাধারণ অভিনয়ে সকলকে মুগ্ধ করবেন।
“আগের বছরের মতো গরম নেই, পরের বছর নির্বাচনের সময় দেখবেন কেমন গরমটা পড়ে!” ‘গরম নিয়ে মাথা খারাপ, রাস্তায় নেমে আর কবে জনস্বার্থে কাজ করবেন?’ রচনার মন্তব্যে কটাক্ষ নেট পাড়ার