বছরের শুরুতেই শুটিংয়ে বাধা ! আবারও বয়কট বেঙ্গল টপারের পরিচালক ! বন্ধ হচ্ছে জনপ্রিয় মেগা, লাইভে এসে জানালেন পরিচালক !

টলিউড (Srijit Roy) স্টুডিও পাড়ায় শুরু হল নতুন জটিলতা। বন্ধ হওয়ার পথে সিরিয়াল সিনেমার শুটিং। কিন্তু হঠাৎ করে কি হল? দিব্যি তো চলছিল সব। কেন কাজ বন্ধ করে একজোট হচ্ছেন পরিচালকেরা? অবাক লাগলেও বিষয়টি সত্যি। সম্প্রতি ফেসবুক লাইভে এসে সেই কথাই জানিয়েছেন পরিচালক সৃজিত রায়।

টলিউডে বন্ধ হচ্ছে শুটিং!

সন্ধ্যা হলেই বাংলা সিরিয়ালগুলি প্রত্যেকটা মানুষের ড্রইংরুম দখল করে রাখে। টিভি পর্দায় সম্প্রচারিত ধারাবাহিকগুলি নানান রঙের গল্প হাজির করে দর্শকদের মনোরঞ্জন করে থাকে। তবে এবার সেই টলিউডের নাকি নিত্যনতুন জটিলতা। হঠাৎ করেই শুটিং বন্ধ হওয়ার খবর রটল।

সম্প্রতি ফেসবুক লাইভে এসেছিলেন পরিচালক সৃজিত রায়। নিঃসন্দেহে সোশ্যাল মিডিয়ায় তাঁর অনেক অনুরাগী। ফেসবুক লাইভে পরিচালক বললেন, অনেকের মনে হচ্ছে তিনি টলিউডের জটিলতার সময় ফেডারেশন বিরোধী কথাবার্তা বলেছেন, যার জন্য তাঁরা অসন্তুষ্ট। বিশেষ করে যখন পরিচালক রাহুলকে নিয়ে গত বছর একটা জটিলতা তৈরি হয়েছিল।

গত বছর একটি নির্দিষ্ট সময়ের জন্য টলিউডে শুটিং বন্ধ হয়ে যায়। শেষে বিষয়টিতে হস্তক্ষেপ করতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।
যদিও শেষমেষ আলাপ আলোচনায় বিষয়টি মিটে। তবে ভিতরে আগুন যে তখনো জ্বলছিল তার আঁচ পাওয়া গেল এখন। পরিচালক সৃজিত রায় বললেন, তিনি সবাইকে একসঙ্গে ডেকেছেন।

আরও পড়ুনঃ “আমাদের ঘরে কিশোরী আছে। ভীষণ খুশি আর গর্বিত তোমাকে নিয়ে, ইধিকা।” অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ স্বয়ং দেব!

দাসানি স্টুডিয়োতে জড়ো হচ্ছেন পরিচালকরা। ফেডারেশনের সম্পর্কে অসুবিধা জানিয়ে শ্রীজিৎ রায় ফেসবুক লাইভ করার পর, তাঁর পাশে থাকার জন‍্য। কে কে এসে পৌঁছাতে পারেন, তার দিকে নজর থাকবে।

You cannot copy content of this page