মেট্রো স্টেশনে চুমু, বিগত বেশ কিছুদিন যাবত এই বিষয়টি ঘিরে চলছে নানা মুনির নানা মত। সোশ্যাল মিডিয়া খুললেই এখন দেখতে পাওয়া যাচ্ছে, এই ভিডিওটিতে কেন্দ্র করে সাধারণ মানুষ থেকে শুরু করে নামজাদা তারকারা পর্যন্তও মন্তব্য করছেন। কেউ রয়েছেন এই বিষয়ের পক্ষে আবার কেউ করছেন নিন্দা।
তারকা থেকে সাধারণ মানুষ এমনকি সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটাররাও এই নিয়ে ভিডিও করে পেয়েছে মিলিয়ন ভিউজ। এর আগেও এই বিষয়কে কেন্দ্র করে টলিউডের পরিচিত পরিচালক বিরসা দাসগুপ্ত নিজের বক্তব্য পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। স্বস্তিকা মুখার্জীও অকপটভাবে মন্তব্য করেছে এই বিষয়ে।
এই বিষয়কে কেন্দ্র করে অভিনেত্রী এবং নৃত্যশিল্পী মমতা শঙ্কর নেতিবাচক সমালোচকদের মতোই মন্তব্য করেছেন। বলেছেন, “এর মতন খারাপ জিনিস হয় না। আমি এর এগেনস্টে। কারণ এরপর সবকিছু প্রকাশ্যে করার সাহস হয়ে যাবে। স্থান-কাল-পাত্র বলে কোনং ব্যাপার হবে না।” অভিনেত্রী আরও বলেন, “জন্তুরাও বোধহয় আমাদের থেকে ভালো। ভালোবাসা মানুষের মনে থাকবেই, সেটারও মাধুর্য বাড়ে যখন একটা আব্রু থাকে। বিদেশে ওরা নোংরা জিনিস বর্জন করছে, আর এরা গ্রহণ করছে”।
আরও পড়ুনঃ দারুণ খবর, মিঠিঝোরাতে ফের স্রোতের শ্বশুরমশাইয়ের চরিত্রে ফিরছেন কৃষ্ণকিশোর
অভিনেত্রী এই ধরনের বিতর্কিত মন্তব্য এর আগেও করেছেন এবং তা নিয়ে পরবর্তীকালে অভিনেত্রীর মানসিকতা নিয়ে যথেষ্ট সমালোচনা করেছে সমালোচকরা। বর্তমানে, আবারও এই ধরনের নেতিবাচক মন্তব্য করা মাত্রই সনামধন্য অভিনেত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের সমালোচনা হয়।
“আমার হাত দেখে কি মনে হচ্ছে, আমি কি কাপড় কাচার জন্যই জন্মেছি? ডু ইউ থিঙ্ক সো!”— ঐন্দ্রিলার দাম্ভিক মন্তব্যে সমাজ মাধ্যমে তোলপাড়! ‘কেন, কাপড় কাচা কি খারাপ জিনিস? বরং না পারাটাই লজ্জার!’ ‘এত অহংকার ভালো না, হঠাৎ পরিস্থিতি বদলে গেলে কি হবে জানেন?’— নেটপাড়ার কটাক্ষ!