টলিউডে, বিশেষত ছোট পর্দার জনপ্রিয় মুখ তিনি। বর্তমানে চলতে থাকা অনেক টেলিভিশন সিরিয়ালেই তাঁকে দেখতে পাওয়া যায়। অভিনেতা হিসেবে তিনি বিগত দুই শতক ধরে টলিউড জগতে অভিনয় করে যাচ্ছেন। এই মুহূর্তে অভিনেতাকে দেখতে পাওয়া যাচ্ছে জি বাংলার (Zee Bangla) ‘মিঠিঝোরা’ (Mithijhora) নামক ধারাবাহিকে।
বর্তমানে, এই ধারাবাহিকে সার্থকের বাবার চরিত্রের অভিনয় করেছেন অভিনেতা। প্রাথমিকভাবে এই ধারাবাহিকের শুরুতে তার থেকে বাবার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল কৃষ্ণকিশোর দাসকে। কিন্তু কিছুদিন পরে কৃষ্ণকিশোরের পরিবর্তে এই অভিনেতাকে দেখা যাচ্ছিল ওই চরিত্রে অভিনয় করতে। দর্শকেরা ধীরে ধীরে গ্রহণ করছিল ওনাকে।
দুঃসংবাদ, এমনটা কেউ কোনোদিন আশা করেনি। কিছুদিন থেকেই অভিনেতা বিপ্লব দাশগুপ্তকে এই চরিত্রে অভিনয় করতে আর দেখতে পাওয়া যাচ্ছে না। পুনরায় পরিবর্তন হয়েছে এই চরিত্রের অভিনেতা। পরবর্তীকালে দেখা গিয়েছে আবারও মিঠিঝোরাতে ফিরতে চলেছে কৃষ্ণকিশোর। তবে এমন কি হলো যার অভিনয় ছাড়তে জন্য বাধ্য হতে হল অভিনেতা বিপ্লব দাশগুপ্তকে।
আরও পড়ুনঃ ‘আমাদের না হয় বেশি হল পাওয়ার যোগ্যতা নেই, তা বলে একটা মাত্র শো দর্শকরা দেখতে পাবেন না?’ দেব ভক্তদের হুল্লোড়ে ক্ষোভ প্রকাশ মানসীর
জানা গিয়েছে অভিনেতা, অভিনয় ছেড়ে দেননি বরং কিছুদিন অভিনয় জগত থেকে শারীরিক অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন। খোঁজ নিয়ে জানতে পারা গেছে, স্পাইনাল কর্ডের সমস্যায় বেশ কয়েকদিন ধরে ওঠাবসা করতে পারছেন না অভিনেতা। এমনকি শুটিং চলাকালীন একদিন অভিনেতা। এর ফলে, তার অসুস্থতা আরও বৃদ্ধি পায়। তবুও অসুস্থতাকে তোয়াক্কা না করে সার্থকের বিয়ে অব্দি অভিনয় করে যান তিনি। বর্তমানে হসপিটালে ভর্তি বিপ্লব দাসগুপ্ত, অস্ত্রোপচারও হতে পারে।