জবর খবর! এবার বাস্তবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দেবাদৃতা-রাহুল

বিনোদন দুনিয়া মানেই শুধুই রিল লাইফ নয়, রিয়েল লাইফেও এখানে গড়ে ওঠে নানা সম্পর্কের সমীকরণ। সহ-অভিনেতার সঙ্গে বন্ধুত্ব থেকে প্রেম, এমনকি সম্পর্ক পরিণতি পায় বিয়েতে—টলিউড থেকে বলিউড, সর্বত্রই এমন বহু উদাহরণ রয়েছে। অনস্ক্রিন রসায়নের মতো অফস্ক্রিনেও অনেক তারকাদের ব্যক্তিগত জীবন দর্শকদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থাকে। আর সেই তালিকায় এবার নাম উঠেছে ছোটপর্দার জনপ্রিয় জুটি দেবাদৃতা বসু এবং রাহুল দেব বোসের।

দেবাদৃতা বসু, যিনি ‘নীলু’ চরিত্রে দর্শকদের মন জয় করেছেন, তার বাস্তব জীবনের নায়ক রাহুল দেব বোস। অনেকদিন ধরেই তাঁরা সম্পর্কে রয়েছেন, আর তা গোপনও করেননি। মাঝেমধ্যেই তাদের একসঙ্গে দেখা যায়, সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন নিজেদের নানা মুহূর্ত। এই টেলিভিশন জুটির প্রেমের রসায়ন দেখে বহু অনুরাগীই আগ্রহী হয়ে ওঠেন, তবে কি এবার তারা নতুন ইনিংস শুরু করতে চলেছেন? সম্প্রতি এমনই জল্পনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Debadrita Basu

গুঞ্জন ছড়ায় যে, খুব শিগগিরই বাস্তব জীবনে চার হাত এক করতে চলেছেন দেবাদৃতা ও রাহুল। এই বিষয়ে ‘এই সময়’ সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন দু’জনেই। তাঁদের কথায়, “বিয়ে তো করবই, কিন্তু এখনই নয়। অবশ্যই আমাদের প্ল্যান রয়েছে, তবে সময়টা এখনই বলতে পারছি না।” অর্থাৎ, বিয়ের ভাবনা রয়েছে, কিন্তু তার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

তবে এক বিশেষ তথ্য সামনে এসেছে, যা বেশ মজারও বটে। দেবাদৃতা-রাহুল জানিয়েছেন, তাদের বিয়েতে বিশেষ আকর্ষণ হতে চলেছে ফিস ফ্রাই! নিজেদের পছন্দের এই খাবার থাকবেই বিয়ের মেনুতে। যদিও তারা এখন কেরিয়ারে আরও কিছুটা স্থির হতে চান, কাজ নিয়ে ব্যস্ত থাকতে চান, তারপরই আনুষ্ঠানিকভাবে বিয়ের পরিকল্পনা করবেন।

আরও পড়ুনঃ বাংলার ঊর্ফি জাভেদ ! ভারতীয় নারীর অহংকার শাড়িকে ড্রেস বানিয়ে পরতেই বিতর্কের মুখে শোলাঙ্কি রায়

এদিকে, দেবাদৃতা আপাতত নিজের কেরিয়ারে মন দিয়েছেন, অন্যদিকে রাহুলও ব্যস্ত তাঁর নতুন ধারাবাহিক ‘দুগ্গামনি ও বাঘ মামা’-তে, যেখানে মানালি দে’র স্বামীর চরিত্রে দেখা যাবে তাঁকে। ফলে এখনই বিয়ের সানাই বাজছে না, তবে দেবাদৃতা-রাহুল অনুরাগীদের জন্য সুখবর আসতে খুব বেশি দেরি নেই।

You cannot copy content of this page