“হানিমুনে গিয়ে অশা’ন্তি করে প্রবাহ আমার মেয়ের গায়ে হা’ত তোলে এবং মা’রে*র জন্য কপালে দাগ তৈরি হয়ে যায়”— ফের মুখ খুললেন দেবলীনার মা! সব জেনেও কিভাবে চুপ ছিলেন তারা? সুখী দাম্পত্যের নাটক কিভাবে চালাচ্ছিলেন দেবলীনা? প্রশ্ন তুলছে সমাজ

গায়িকা দেবলীনা নন্দীকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। একের পর এক অভিযোগ, পাল্টা বক্তব্য আর সমাজমাধ্যমে চলতে থাকা আলোচনা তাঁর ব্যক্তিগত জীবনকে এনে ফেলেছে প্রকাশ্য আলোচনার কেন্দ্রে। প্রথমে যা ছিল কিছু অস্পষ্ট ইঙ্গিত, এখন তা ধীরে ধীরে পরিণত হচ্ছে স্পষ্ট অভিযোগে, যা অনেককেই ভাবিয়ে তুলছে।

ঘনিষ্ঠ বন্ধু, সহকর্মীদের বক্তব্যে ইতিমধ্যেই উঠে এসেছে মানসিক চাপ, সম্পর্কের টানাপোড়েন ও নীরব যন্ত্রণার কথা। কিন্তু এতদিন পর্যন্ত পরিবারের তরফ থেকে সরাসরি কিছু বলা হয়নি। সেই নীরবতার মধ্যেই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল—আসলে ঠিক কতটা গভীর ছিল এই সমস্যাগুলো, আর কোথা থেকে শুরু হয়েছিল এই অশান্তি?

এই পরিস্থিতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে পরিবারের বক্তব্য। বিশেষ করে দেবলীনাকে খুব কাছ থেকে দেখা একজন মানুষ, যাঁর চোখ এড়িয়ে যায়নি মেয়ের শারীরিক ভাষা কিংবা মুখের চুপচাপ কষ্ট। এতদিন যে সত্য সামনে আসেনি, এবার যেন সেই পর্দা সরতে শুরু করেছে।

এবার মুখ খুলেছেন দেবলীনাদের মা। তিনি জানান, বিয়ের পর হানিমুনে যাওয়ার সময়ই প্রবাহ ও দেবলীনাদের মধ্যে বড় ধরনের ঝামেলা হয়। সেই ঝামেলার মধ্যেই প্রবাহ রেগে গিয়ে দেবলীনাকে ধাক্কা মারেন বলে তাঁর দাবি। ধাক্কার ফলে দেবলীনাদের কপালে আঘাত লাগে এবং স্পষ্ট দাগ তৈরি হয়। তবে সেই সময় দেবলীনা কাউকেই আসল ঘটনা জানাননি।

আরও পড়ুনঃ ‘ছোট থেকেই কে’লি, কে’ল্টি, কা’লুয়া ডাকেই অভ্যস্ত প্রবাহ!’ ‘বাড়ির কাজের মানুষগুলোকেও ছাড়ত না, দেবলীনার বর অন্যকে অপ’মান করে মজা পায়!’ দেবলীনার আ’ত্মহ*ত্যা চেষ্টার পর, নতুন করে উঠে এল বিয়ের পর প্রবাহর আচরণ নিয়ে বিত’র্কিত ভিডিও!

হানিমুন সেরে বাড়ি ফেরার পর মেয়ের কপালের দাগ দেখে সন্দেহ হয় মায়ের। নিজের দিব্যি দেওয়ায় অবশেষে দেবলীনা সব সত্য খুলে বলেন বলে জানান তিনি। মায়ের কথায়, সেই মুহূর্তেই তিনি বুঝতে পারেন, মেয়ে অনেক দিন ধরেই চুপ করে সব সহ্য করছিল। এই বক্তব্য সামনে আসতেই ফের নতুন করে প্রশ্ন উঠছে দেবলীনার দাম্পত্য জীবন ও তাঁর নীরবতার কারণ নিয়ে।

You cannot copy content of this page