নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের মতো ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে আপনার ঠিক কি করতে ইচ্ছে করবে? ছবি তুলতে, নাকি স্বপ্নের শহর ঘুরে দেখতে? আর যদি মাথায় আসে প্রকাশ্যে চুম্বন? না, এটা কোনও সিনেমার দৃশ্য নয়। বরং বাস্তব জীবনের ঘটনা। যেখানে টলিউডের (Tollywood Couple) জনপ্রিয় কাপল ‘ঋদ্ধি সেন’ (Riddhi Sen) এবং ‘সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়’ (Surangana Bandyopadhyay) নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দিলেন কিছুটা এমনভাবেই। চুম্বনের সেই মুহূর্ত তাঁরা সমাজ মাধ্যমে পোস্ট করতেই শুরু হয় প্রবল সমালোচনা, ব্যক্তিগত ভালোবাসার মুহূর্ত যে এতটা বিতর্কের জন্ম দেবে তা হয়তো তাঁরাও ভাবেননি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী সুরঙ্গনা, তাঁর কণ্ঠে ছিল হতাশা আর প্রতিবাদের সুর। তিনি প্রশ্ন তোলেন, “কেন ভালোবাসা প্রকাশ করলে অশ্লীলতা বলা হয়, অথচ সমাজের নানা হিংসাত্মক ঘটনা নিয়ে তেমন কেউ উচ্চবাচ্য করে না?” অভিনেত্রী স্পষ্ট ভাষায় বলেন, “রাস্তায় কাউকে চুমু খেতে দেখলে ক্ষোভ জাগে, কিন্তু সম্মানহানি হতে দেখলে সেটা কোথায় যায়?” অভিনেত্রীর কথায়, তাঁদের দীর্ঘ দশ বছরের সম্পর্কের কথা সকলেরই জানা। এমনকী সমাজ মাধ্যমে এরূপ ছবি দেওয়া কোনও নতুন বিষয়ও নয় বলেন তিনি।
তবুও মানুষ তাঁদের একটি ছবির পিছনে এত নোংরা মন্তব্য করতে পারে—এই প্রবণতা তাঁকে অবাক করেছে। সুরঙ্গনা আরও বলেন, “আমার আর ঋদ্ধির ছবি দেখে যারা এরম মন্তব্য করছেন, তাঁদের বলি, খারাপ কাজ বা হিংসা দেখে আপনাদের মুখে কুলুপ কেন? রাস্তায় কাউকে মারধর দেখলে অসুবিধা হয় না, অথচ চুমু দেখলেই গোঁড়ামি মাথাচাড়া দেয়!” এভাবেই সমাজের দ্বিচারিতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ওরফে ‘ডিটেকটিভ চারুলতা’।
প্রসঙ্গত ঋদ্ধি সেন এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেবল পর্দার নয়, বাস্তব জীবনেরও একে অপরের সাথে আছেন দীর্ঘদিন। একসঙ্গে তাঁদের থিয়েটারের মঞ্চে হোক কিংবা ছবির পর্দায়, পরস্পরের কাজের প্রতি সম্মান দেখতে দুজনের কেউই কখনো ভুলে যান না। এক কথায় তাঁরা যেন একে অপরের পরিপূরক, যদিও বারবার প্রশ্ন ওঠে তাঁদের বিয়ে নিয়ে। এ প্রসঙ্গে সুরঙ্গনার স্পষ্ট জবাব, বিয়ে করলেও যেমন আছেন, তেমনই থাকবেন বা না করলেও কিছু বদলাবে না।
আরও পড়ুনঃ নিতবর সেজে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে কটাক্ষ! কাশ্মীর হামলায় মুখে কুলুপ মীরের! ‘নিজের ধর্ম বলেই এমনটা করছেন!’ কটাক্ষ নেট পাড়ার
সুরঙ্গনার বলেন, “সম্পর্কের গভীরতা কোনও সামাজিক স্ট্যাটাসের উপরে নির্ভর করে না।” বর্তমানে ক্লিক প্ল্যাটফর্মের ‘ডিটেকটিভ চারুলতা’ (Detective Charulata) ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সুরঙ্গনা। এই প্রথমবার কোন নারীকে ডিটেকটিভ চরিত্রে বড় পর্দায় দেখা যাবে।এই সিরিজে তাঁর সঙ্গে রয়েছেন অনুজয় চট্টোপাধ্যায়, দেবমাল্য গুপ্ত, মল্লিকা মজুমদার প্রমুখ। অভিনয় জীবনের পাশাপাশি এই সাহসী মনোভাবেও নজর কেড়েছেন এই অভিনেত্রী।
“আমার হাত দেখে কি মনে হচ্ছে, আমি কি কাপড় কাচার জন্যই জন্মেছি? ডু ইউ থিঙ্ক সো!”— ঐন্দ্রিলার দাম্ভিক মন্তব্যে সমাজ মাধ্যমে তোলপাড়! ‘কেন, কাপড় কাচা কি খারাপ জিনিস? বরং না পারাটাই লজ্জার!’ ‘এত অহংকার ভালো না, হঠাৎ পরিস্থিতি বদলে গেলে কি হবে জানেন?’— নেটপাড়ার কটাক্ষ!