টলিপাড়ার একসময়কার তিক্ত সম্পর্ক যেন হঠাৎ করেই গলে গেল হাসি-ঠাট্টায়। ঘাটালের সাংসদ দেব (Dev) আর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)—দু’জনেই দীর্ঘদিন ধরে ছিলেন আলোচনার কেন্দ্রে, কিন্তু এবার সেই বিরোধে এল নতুন মোড়। এক মঞ্চে দেখা গেল দু’জনকে, আর সেখানেই হাসির মধ্য দিয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল পুরনো রাগ-অভিমান।
ঘটনাটি ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়-র মঞ্চে। উপস্থিত ছিলেন দেব, কুণাল ঘোষ, অরূপ ঘোষ-সহ আরও অনেকে। সেখানেই কুণাল ঘোষকে সংবর্ধনা দেওয়ার দায়িত্ব দেওয়া হয় দেবকে। দর্শকদের চোখ তখন একটাই প্রশ্নে আটকে—আগের মতো কোনো ঠান্ডা যুদ্ধ দেখা যাবে, নাকি এবার সত্যিই বরফ গলল?
মঞ্চেই দেব কুণাল ঘোষের দিকে ইঙ্গিত করে বলেন, “দারুণ অভিনয় করছেন উনি!” তারপর মজার ছলে প্রশ্ন করেন, “আর কতদিন পিছনে লাগবে বলুন তো?”—দর্শকরা হাসিতে ফেটে পড়েন। কুণাল উত্তরে জানান , “পিছনে লাগতে গেলেও একটা ভালো পিছন দরকার হয়!” দেবের জবাব ছিল আরও রসালো—“তাহলে আমি তো অনেকটা এগিয়ে আছি!” সেই দৃশ্যেই যেন বোঝা গেল, সম্পর্কের বরফটা গলতে শুরু করেছে।
পরে কুণাল ঘোষ মঞ্চেই বলেন, “দেবের জন্য অনেক শুভেচ্ছা। আমি দেবকে কতটা ভালোবাসি সেটা মাইকে বলার দরকার নেই। আমাদের সম্পর্কটা সুইট অ্যান্ড সাওয়ার, তবে দেব দেবের জায়গায় আছে, ও ইন্ডাস্ট্রির দেব।” তিনি আরও জানান, “কিছু টুকটাক লেগে যায়, কিন্তু দাদা-ভাইয়ের সম্পর্ক আমাদের ছিল, আছে, থাকবে।” তাঁর এই বক্তব্যে দর্শকরা করতালিতে ফেটে পড়েন।
আরও পড়ুনঃ ‘যা পরিস্থিতি মধুবনীকেও বলতে ভয় লাগছে ইউ লুক গুড ইন শাড়ি! ঋজুর বোকামির দায় যেন আমারও!’ সহ অভিনেতা রাজা গোস্বামীর মন্তব্যে বিত’র্ক টলিপাড়ায়
উল্লেখ্য, দেবের ছবি রঘু ডাকাত মুক্তির সময় থেকেই কুণালের সঙ্গে তাঁর ঠান্ডা সম্পর্কের কথা টলিপাড়ায় ছড়িয়েছিল। তখন কুণালের মন্তব্য ও সমালোচনায় দেবের ভক্তরা ক্ষুব্ধ হয়েছিলেন। এমনকি দেব নিজেও নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানিয়েছিলেন। তবে এবার দুই তারকার এই প্রকাশ্য বন্ধুত্বপূর্ণ মুহূর্তে বোঝা গেল, অতীত ভুলে নতুন পথে হাঁটতে চান দু’জনেই। এখন দেখার, এই সৌহার্দ্য কতদিন টিকে থাকে, আর পরের প্রজেক্টে আবার একসঙ্গে দেখা যায় কি না।






‘যা পরিস্থিতি মধুবনীকেও বলতে ভয় লাগছে ইউ লুক গুড ইন শাড়ি! ঋজুর বোকামির দায় যেন আমারও!’ সহ অভিনেতা রাজা গোস্বামীর মন্তব্যে বিত’র্ক টলিপাড়ায়