টলিউডের জনপ্রিয় মুখ ঋজু বিশ্বাসকে ঘিরে চলা বিতর্ক এখনো থামেনি। ‘বৌ কথা কও’-এর ‘নিখিল’ চরিত্রে একসময় দর্শকের মন জয় করেছিলেন তিনি। কিন্তু এখন অভিনেতার নাম জড়িয়েছে একের পর এক অভিযোগে। অভিযোগ উঠেছে, ঋজু নাকি অভিনেত্রী, মডেল ও সাধারণ মহিলাদের মেসেজে লিখেছেন—“You look good in saree।” কয়েক বছর আগের সেই মেসেজগুলির স্ক্রিনশট এখন ভাইরাল, আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় চলছে কটাক্ষের ঝড়।
এই ঘটনায় নানারকম প্রতিক্রিয়া এসেছে ইন্ডাস্ট্রির ভেতর থেকেও। কেউ ঋজুর সমালোচনা করেছেন, কেউ আবার বলছেন, “শাড়িতে সুন্দর বলা কি অপরাধ?” এবার মুখ খুললেন অভিনেতা রাজা গোস্বামী। শনিবার স্ত্রী মধুবনী গোস্বামীর সঙ্গে ছবি পোস্ট করে রাজা মজার ছলে লেখেন, “এখনকার পরিস্থিতিতে মধুবনীকেও বলতে ভয় লাগে, ইউ লুক গুড ইন শাড়ি! তাই ভাবলাম অ্যাটিটিউড থাকাই ভালো।” তাঁর এই পোস্টেই বোঝা গেল, পুরো বিষয়টি তাঁকেও নাড়িয়ে দিয়েছে।
একটি বেসরকারি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাজা বলেন, “ঋজু যখন কাজ শুরু করেছিল, তখন আমরা সবাই নতুন ছিলাম। ওর জনপ্রিয়তা সেই সময় অসাধারণ ছিল। আজ ওকে নিয়ে এইসব হতে দেখে খুব কষ্ট হচ্ছে। সত্যি বলতে, শাড়িতে মেয়েদের সুন্দর লাগেই, কিন্তু এতজনকে একইভাবে একই মেসেজ দেওয়া সত্যিই বোকামি। ও কেন এমন করল বুঝতে পারছি না।”
রাজার কথায়, “ওর পরিস্থিতি ঠিক জানা নেই, তবে ওর কাজের দায় যেন আমাদের উপরও এসে পড়ছে। অনেকেই এখন ইন্ডাস্ট্রির সব মানুষকে এক চোখে দেখছেন। এটা খুবই খারাপ। আমি কাউকে বিচার করি না, কিন্তু বন্ধুর সঙ্গে যা হচ্ছে সেটা অন্যায়। কলিগ হিসেবে আমার আর মধুবনীর খুব খারাপ লাগছে। আশা করি ঋজু এই ভুল থেকে শিক্ষা নেবে।”
আরও পড়ুনঃ “আমার মহিলা শ’রীর দিয়ে অনুভব করেছিলাম…আমার স্ত’ন, যো’নি দিয়ে সেটা অনুভব করেই প্রতিবাদে নেমেছিলাম!”— আরজি কর কাণ্ডে বিক্ষোভে অংশ নিয়ে বিতর্ক, রাজনৈতিক রঙ লাগানোর অভিযোগে এবার মুখ খুললেন সোহিনী!
অন্যদিকে, ঋজু বিশ্বাস নিজেও এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। অভিনেতা জানিয়েছেন, “এই বছরটা আমার খুব খারাপ গেছে। মা অসুস্থ থাকায় কলকাতায়ও ছিলাম না। হঠাৎ দেখলাম আমার বিরুদ্ধে নানা পোস্ট ছড়াচ্ছে। যদি আমি সত্যিই অশালীন ব্যবহার করে থাকি, তবে পুলিশে অভিযোগ করা হতো। আমি শুধু সুন্দর বলেছি, অশালীন কিছু নয়। কেউ যদি মনে করে সেটি খারাপ, তাহলে প্রমাণ দিক।” তবে তাঁর এই বক্তব্যেও বিতর্ক থামেনি, বরং আরও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।






‘যা পরিস্থিতি মধুবনীকেও বলতে ভয় লাগছে ইউ লুক গুড ইন শাড়ি! ঋজুর বোকামির দায় যেন আমারও!’ সহ অভিনেতা রাজা গোস্বামীর মন্তব্যে বিত’র্ক টলিপাড়ায়