“আমার কোন‌ও অধিকার নেই আরেকটা মানুষের গায়ে হাত তোলার সেই কারণে বাচ্চাদের গায়ে হাত তুলিনা!”, “বাবা, মার হাতে যারা মার খায়নি তারা মানুষ হতে পারবেনা!” সন্তান শাসন নিয়ে শুভশ্রীকে তির্যক কটাক্ষ দেবের?

টলিউডের জনপ্রিয় জুটি দেব এবং শুভশ্রী গাঙ্গুলী—একসময় তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে দর্শকদের মাতামাতি ছিল তুঙ্গে। কিন্তু সময়ের সঙ্গে সম্পর্কের সমীকরণ পাল্টেছে। আজও মাঝে মধ্যেই তাঁদের মন্তব্য বা মতবিরোধ ঘিরে আলোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। দু’জনের আলাদা পথ চলা সত্ত্বেও তাঁদের নাম কিন্তু কোনও না কোনও কারণে এক সূত্রে বাঁধা পড়েই যায়।

সম্প্রতি এক ইন্টারভিউতে সন্তানদের শাসনদণ্ড নিয়ে প্রশ্ন করা হয় শুভশ্রীকে। সেখানে অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন, “আমি কোন রকম অধিকার রাখিনা একটা মানুষ হয়ে আরেকটা মানুষের গায়ে হাত তোলার।” তিনি আরও বলেন, এই কারণেই আমি নিজের বাচ্চাদের কখনও মারধর করি না।

অন্যদিকে অভিনেতা দেবও প্রায় একই সময়ে আরেক সাক্ষাৎকারে জানান, বাবা-মার বকা বা সামান্য শাসন না পেলে বাচ্চাদের বড় হওয়ার ধরণে সমস্যা দেখা দিতে পারে। তিনি হাসতে হাসতে আরও বলেন, “এখনকার বাবা-মায়েরা তো বাচ্চাকে খালি প্যাম্পার করে রাখেন—‘বাবা কী হয়েছে? এই নাও ফোন নাও।’”

দেব ও শুভশ্রীর একেবারে বিপরীত মতামত সোশ্যাল মিডিয়ায় দুই পক্ষের ভক্তদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। অনেকে শুভশ্রীর সিদ্ধান্তকে আধুনিক অভিভাবকত্বের উদাহরণ হিসেবে দেখছেন, আবার দেবের বক্তব্যকে অনেকে রিয়েলিস্টিক বলে সমর্থন করছেন।

আরও পড়ুনঃ কী দিন পড়ল! ব্লগার সায়কের পোশাক কপি করলেন নাকি দেব! “আমি কিন্তু আগে বানিয়েছি বাপু!” সায়কের মন্তব্যে সরগরম নেটদুনিয়া

ফ্যানদের একাংশ মনে করছেন, ব্যক্তিগত জীবনে আলাদা হয়ে গেলেও তাঁদের মতবিরোধ যেন বারবার সামনে চলে আসে। বাচ্চাদের শাসনদণ্ড নিয়ে দুই তারকার দুই বিপরীত মতামত আবারও তাঁদের নামকে একই বিতর্কের কেন্দ্রে এনে ফেলল। সব মিলিয়ে, টলিউডের এই প্রাক্তন জুটিকে ঘিরে নতুন করে উত্তেজনার আবহ তৈরি হয়েছে।

You cannot copy content of this page